শুক্রবার, ৩ মে, ২০১৯ ০০:০০ টা
ফাইনাল আজ

বাংলাদেশ না লাওস

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ না লাওস

মেয়েদের ফুটবলে বাংলাদেশের শিরোপা জয় নতুন কিছু নয়। তারপরও নতুন এক ইতিহাসের হাতছানি দিচ্ছে মৌসুমী মার্জিয়াদের। বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে দেশে নারীদের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট। বাফুফের আয়োজনে এর আগে পুরুষদের আন্তর্জাতিক টুর্নামেন্ট প্রেসিডেন্ট গোল্ডকাপ হয়েছে এখন বঙ্গবন্ধু গোল্ডকাপ। কিন্তু শিরোপাতো দূরের কথা। প্রথম আসরে ফাইনাল খেলতে পারেনি। ১৯৮১ সালে প্রেসিডেন্ট গোল্ডকাপ মাঠে গড়ালেও স্বাগতিক হিসেবে বাংলাদেশ লাল দল প্রথম চ্যাম্পিয়ন হয় (১৯৮৯) সালে। অন্যদিকে ১৯৯৬ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপের যাত্রা হলেও ২০১৫ সালে বাংলাদেশ ফাইনাল খেলেছে একবারই। প্রথমবারের মতো আয়োজিত নারী আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা কিনা শুরুতেই ফাইনালে উঠে গেল। আজ সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হচ্ছে লাওসের বিপক্ষে। জিতলেই প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ে ফেলবে মৌসুমীরা। পুরুষ হলে সংশয় ছিল। কিন্তু টুর্নামেন্টটা নারীদের বলে অনেকেই নিশ্চিত ছিলেন বাংলাদেশ ফাইনাল খেলবে। শেষ পর্যন্ত যোগ্যতা প্রমাণ দেখিয়ে ঠিকই শিরোপার অপেক্ষায় রয়েছে মৌসুমীরা। সেমিফাইনালে মঙ্গোলিয়াকে দাঁড়াতে দেয়নি। ৩-০ গোলে বিধ্বস্থ করেছে মনিকা চাকমারা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর