শুক্রবার, ৩ মে, ২০১৯ ০০:০০ টা

মেসির ৬০০

ফাইনালের পথে বার্সা

ক্রীড়া ডেস্ক

মেসির ৬০০

ফ্রি কিকে এর চেয়েও দুর্দান্ত, চোখ ধাঁধানো ও নজরকাড়া গোল করেছেন লিওনেল মেসি। কিন্তু লিভারপুলের বিপক্ষে ম্যাচে তার ফ্রি কিকটি জালে ঠাঁই নিতেই সোনালি ব্রাকেটে লেখা হয়ে পড়েন তাৎক্ষণিকভাবে। গোলটি যে বার্সেলোনার জার্সি গায়ে ও কাতালানদের প্রাণভোমরা হয়ে লিওনেল মেসির ৬০০ নম্বর গোল! একজন ফুটবলারের ক্যারিয়ারের এর চেয়ে সোনালি সময় আর কি হতে পারে! ফুটবলের আধুনিক সময়ে একটি ক্লাবের জার্সি গায়ে ৬০০ গোল, শুধু কল্পনার কালিতেই আঁকা সম্ভব। বিশ্বসেরা ক্লাব বার্সেলোনার হয়ে গত ১৪ বছরে গোলের পর গোল করে অতি মানবীয় উচ্চতায় নিয়ে গেছেন নিজেকে। এখন বয়স ৩১, কোথায় গিয়ে থামবেন লিওনেল মেসি, সময় বলবে। পরশু রাতের মতো ক্যাম্প ন্যূতে যে গ্রহান্তরের ফুটবল খেলেছেন, কোনো সন্দেহ নেই আগামী ৪/৫ বছর একইভাবে মোহাচ্ছন্ন করে রাখবেন ফুটবলপ্রেমীদের। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের প্রথম লেগে মেসির জাদুকরি ফুটবলে বার্সেলোনা ৩-০ গোলে লিভারপুলকে গুঁড়িয়ে ফাইনালের পথে এক পা দিয়েই ফেলেছে। লিভারপুলের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে গোল করেছেন ২টি মেসি এবং গোল করিয়েছেন একটি। লুইস সুয়ারেজ যে প্রথম গোলটি করেছেন, সেটার উৎস এ আর্জেন্টাইন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর