শুক্রবার, ৩ মে, ২০১৯ ০০:০০ টা

আয়াক্সের ক্যারিশমা

ক্রীড়া ডেস্ক

আয়াক্সের ক্যারিশমা

ইয়োহান ক্রুইফ যখন খেলতেন অ্যায়াক্স আমস্টার্ডামে, তখন নেদারল্যান্ডসের ক্লাবটি ছিল বিশ্বসেরা। ক্লাবটি ছিল ইউরোপ সেরা। সেই সোনালি সময় এখন স্মৃতি। তবে ক্লাব কর্তৃপক্ষ চাচ্ছে পুরনো দাপট ফিরিয়ে আনতে। হয়তো ফিরবে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে প্রথম লেগে টটেনহ্যাম্প হটস্পারকে ১-০ গোলে হারিয়ে সোনালি অতীত ফিরিয়ে আনার ইঙ্গিতও রেখেছে ক্লাবটি। ক্লাবটি ইংলিশদের হারিয়েছে দ্রুতলয়ের ফুটবল খেলে। মঙ্গলবার রাতে টটেনহ্যামের মাঠেই জয় পায় ডাচ ক্লাবটি। ফিরতি লেগের খেলা ৮ মে। নিজেদের মাঠে ড্র করলেই ফাইনাল খেলবে অ্যায়াক্স। আর হ্যারি কেনের টটেনহ্যাম্পকে প্রথমবারের মতো ফাইনাল খেলতে হলে কমপক্ষে ২-১ গোলে জিততে হবে। অ্যাজাক্স সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল ১৯৯৪-৯৫ মৌসুমে। খেলার ১৫ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন ফন দ্য ভেক। ২১ বছর বয়সী এই স্ট্রাইকার অফসাইডে ছিলেন কি না, রেফারি ভিএ দেখে সিদ্ধান্ত নেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর