শনিবার, ৪ মে, ২০১৯ ০০:০০ টা

যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ

রাশেদুর রহমান

যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ

১৯৮৯ সালের কথা। দীর্ঘ ৪০ বছর আগে প্রেসিডেন্ট গোল্ডকাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ১-১ ড্রয়ের পর টাইব্রেকারে হারিয়েছিল দক্ষিণ কোরিয়ান সম্মিলিত বিশ্ববিদ্যালয় দলকে। সে থেকেই শিরোপা খরা চলছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া দূরে থাক, ফাইনাল খেলাটাও ছিল স্বপ্নের মতো। ২০১৫ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপে ফাইনাল খেললেও শিরোপা জেতা হয়নি লাল-সবুজের জার্সিধারীদের। অবশেষে অধরা স্বপ্ন পূরণ করলেন মেয়েরা। গতকাল সাইক্লোনের গতিতে ছুটে আসা ফণীর কারণে বাতিল করা হয় বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী গোল্ডকাপের ফাইনাল। বাংলাদেশ ও লাওসকে যুগ্মচ্যাম্পিয়ন ঘোষণা করা হয় আয়োজক বাফুফের পক্ষ থেকে। দর্শকরা কড়া নিরাপত্তা বন্ধনী পেরিয়ে নিজ নিজ আসন নিয়েছে গ্যালারিতে। ঝিরিঝিরি বৃষ্টিতেও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফুটবল উৎসবে মেতে ওঠার অপেক্ষায় ছিল তারা। কাকভেজা হয়েও ওয়ার্ম-আপে নেমে আসা মেয়েদের প্রবলভাবে উৎসাহিত করতে লাগল। কয়েক হাজার দর্শকের আগমন বৃথা যেতে দেবেন না, এমন মানসিক দৃঢ়তা নিয়ে খেলার জন্য শেষ প্রস্তুতিটা সেরে নিচ্ছেন মৌসুমীরা। হঠাৎ করেই কানাঘুষা শুরু হলো। ম্যাচটা কি হচ্ছে না? নিরাপত্তা বেষ্টনী তুলে নেওয়া হলো। মাঠকর্মীরা একে একে সরঞ্জামাদি সরাতে লাগলেন। একে-অন্যের দিকে তাকাতে লাগল দর্শকরা। প্রেস বক্সেও তুমুল বিতর্ক। তার পরই দলবল নিয়ে সাংবাদিকদের সামনে হাজির টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আবদুস সালাম মুর্শেদীসহ আরও অনেকে। জানালেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ম্যাচটা পরিত্যক্ত করা হলো।

 

সর্বশেষ খবর