শিরোনাম
শনিবার, ৪ মে, ২০১৯ ০০:০০ টা
ত্রিদেশীয় সিরিজ

সব খেলা দুপুরে

ক্রীড়া প্রতিবেদক

সব খেলা দুপুরে

সময় ঘনিয়ে এসেছে বিশ্বকাপ ক্রিকেটের। ব্যাট ও বলের উত্তেজনায় মেতে উঠতে ক্ষণ গণনা শুরু করে দিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে বিশ্বকাপের ১০ দল। বিশ্বকাপে সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে বাংলাদেশ এখন আয়ারল্যান্ডে। ক্রিকেট মহাযজ্ঞে নিজেদের উজাড় করে দেওয়ার আগে আয়ারল্যান্ডে মাশরাফি বাহিনী খেলবে তিন জাতির টুর্নামেন্ট। সেই টুর্নামেন্ট সামনে রেখে ডাবলিনে এখন প্রস্তুতি নিচ্ছে টাইগাররা। টুর্নামেন্ট শুরু আগামীকাল স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে। বাংলাদেশের প্রথম খেলা ৭ মে, প্রতিপক্ষ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। তিন জাতির টুর্নামেন্টে দলগুলো একে অন্যের বিপক্ষে খেলবে দুবার করে। ফাইনাল ১৭ মে। তিন জাতির টুর্নামেন্টের সব খেলা হবে রাজধানী ডাবলিনের দুটি ভেন্যুতে। টুর্নামেন্টের সাত ম্যাচের তিনটি হবে শহরতলি ক্লন্টার্ফে এবং ফাইনালসহ বাকি খেলাগুলো হবে মালাহাইডে। সব খেলাই হবে দিনের আলোয়। স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে খেলা শুরু হবে; যা বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টা। টুর্নামেন্টে খেলতে নামার আগে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবেন মাশরাফিরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর