রবিবার, ৫ মে, ২০১৯ ০০:০০ টা

ত্রিদেশীয় সিরিজ শুরু

ক্রীড়া প্রতিবেদক

ত্রিদেশীয় সিরিজ শুরু

ক্ষণ গণনা শুরু হয়েছে বিশ্বকাপ ক্রিকেটের। ক্রিকেট মহাযজ্ঞে অংশ নিতে প্রস্তুত হচ্ছে দলগুলো। শেষ সময়ের প্রস্তুতি সেরে নিচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে তিন জাতির টুর্নামেন্ট খেলেই প্রস্তুতিটা নিচ্ছেন মাশরাফি, সাকিব, মুশফিক, তামিম, মাহমুদুল্লাহরা। ডাবলিনে বাংলাদেশ, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে আজ শুরু হচ্ছে তিন জাতির টুর্নামেন্ট। প্রথম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। টাইগারদের প্রথম ম্যাচ ৭ মে। দলগুলো পরস্পরের বিপক্ষে দুবার করে খেলবে। বাংলাদেশের পরের ম্যাচগুলো ৯, ১৩ ও ১৫ মে। টুর্নামেন্টের ফাইনাল ১৭ মে।

বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আগেই। সেই স্কোয়াডের সঙ্গে আরও বাড়তি ৪ জন গেছেন। মোহাম্মদ নাইম, ইয়াসির আলির নাম শুরুতে ছিল। পরে যুক্ত করা হয় অলরাউন্ডার ফরহাদ রেজা ও পেসার তাসকিন আহমেদকে। ২৩ মে পর্যন্ত বিশ্বকাপের দল ঘোষণা করতে পারবে দেশগুলো। সে হিসেবে নাটকীয়ভাবে কোনো ক্রিকেটার হয়তো শেষ মুহূর্তে সুযোগ পেতেও পারেন!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর