রবিবার, ৫ মে, ২০১৯ ০০:০০ টা

লড়াই এবার শিরোপার

ক্রীড়া প্রতিবেদক

লড়াই এবার শিরোপার

লড়াই এখন শিরোপার। বাংলাদেশ প্রিমিয়ার লিগ প্রথমপর্ব শেষ হয়েছে ২০ এপ্রিল। এখন মাঠে নামার অপেক্ষায় দ্বিতীয় পর্ব। দেশসেরা ফুটবল আসরে এই পর্ব দিয়েই শুরু হয়ে যাবে শিরোপা লড়াই। এরই মধ্যে শক্তি বাড়াতে বিভিন্ন ক্লাব নতুন বিদেশি ও দেশি খেলোয়াড়ও সংগ্রহ করেছে। আলোচনা এখন একটাই কার ঘরে ট্রফি যাবে। এর জন্য অপেক্ষা করতে হবে বেশ কটি ম্যাচের। তবে চার দলের মধ্যে শিরোপা লড়াই সীমাবদ্ধ থাকবে তা অনেকটা নিশ্চিত।

বসুন্ধরা কিংস ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। তারাই একমাত্র দল লিগে অপরাজিত রয়েছে। ড্র করেছে টিম বিজেএমসির সঙ্গে। নবাগত দল হিসেবে ফুটবলে এই প্রথম প্রথমপর্বে শীর্ষে থাকল কোনো দল। স্বাধীনতা কাপ জিতে অভিষেক আসরে চ্যাম্পিয়ন হয়ে নতুন রেকর্ড গড়েছে কিংস। লিগ জিতলে হবে নতুন এক ইতিহাস। দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা আবাহনী। ১২ ম্যাচে সংগ্রহ ৩০। দ্বিতীয় বারের মতো হ্যাটট্রিক শিরোপার হাতছানি দিচ্ছে তাদের। শীর্ষে থাকা দলের সঙ্গে চার পয়েন্টে পিছিয়ে থাকলেও দ্বিতীয়পর্বে নতুনভাবে জ্বলে ওঠার চেষ্টা করবে। ২০১২-১৩ মৌসুমের পর রানার্সআপ হয়েছে কিন্তু লিগ জেতা আর সম্ভব হয়নি শেখ রাসেল ক্রীড়া চক্রের। এবার উজ্জ্বল সম্ভাবনা আছে তা উদ্ধারের। যদিও ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলে তিন নম্বরে আছে। তারপরও দ্বিতীয় পর্বে ছন্দ নিয়ে খেলতে পারলে বিজয়ের পতাকা ওড়ানো অসম্ভবের কিছুই হবে না। শেষ দিকে বসুন্ধরা কিংসের কাছে হার ও একটি ড্রয়ে পেছনে পড়ে গেছে রাসেল। সাইফ স্পোর্টিং পিছিয়ে থাকলেও শিরোপা রেসে টিকে আছে। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ২৩। চার দলের প্রথমপর্ব শেষে পয়েন্টে যে অবস্থান তাতে বাকি ৯ দলের শিরোপা লড়াইয়ে ফিরে আসা সম্ভব নয়। শেখ জামাল-ধানমন্ডিও অনেক পিছিয়ে। চার দলের চ্যালেঞ্জটা আবার চার রকমই বলা যায়। বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন হলে নতুন দল হিসেবে ইতিহাস গড়বে। ঢাকা আবাহনী ৭ বারের পাশাপাশি দ্বিতীয়বার হ্যাটট্রিক শিরোপা জিতবে। শেখ রাসেল প্রায় অর্ধযুগ পর হারানো গৌরব ফিরে পাবে। আর সাইফ ইতিহাস না গড়লেও শিরোপা খাতায় লেখা হয়ে যাবে নতুন এক দলের নাম। শিরোপা প্রত্যাশী চার দলই শক্তি বাড়াতে নতুন বিদেশি ফুটবলারের নাম রেজিস্ট্রেশন করেছে। বসুন্ধরা কিংস এনেছে ভারতের আই লিগে চার্চিল ব্রাদার্সে খেলা উইলিস প্লাজাকে।

সর্বশেষ খবর