সোমবার, ৬ মে, ২০১৯ ০০:০০ টা

ওপেনিংয়ে বিশ্বরেকর্ড

ক্রীড়া প্রতিবেদক

ওপেনিংয়ে বিশ্বরেকর্ড

৩৬৫ রানের বিশাল জুটি গড়েন শাই হোপ (১৭০) ও জন ক্যাম্পবেল (১৭৯)

ফখর জামান ও ইমাম উল হকের বিশ্বরেকর্ডটি টিকেছিল মাত্র ৯ মাস। গত বছরের জুলাইয়ে পাকিস্তানের দুই ব্যাটসম্যান উদ্বোধনী জুটিতে ৩০৪ রানের রেকর্ড গড়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। গতকাল ডাবলিনে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার জন ক্যাম্পবেল ও শাই হোপ সেটা ভেঙে গড়েছেন নতুন বিশ্বরেকর্ড। উদ্বোধনী জুটিতে দুই ক্যারিবীয় ওপেনার ৪৭.২ ওভারে ৩৬৫ রান করেন। উদ্বোধনী জুটিতে বিশ্বরেকর্ড হলেও সব ধরনের উইকেটে দ্বিতীয়। যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি দুই ক্যারিবীয় ব্যাটসম্যান ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলসের। ২০১৫ সালের বিশ্বকাপে দুই ক্যারিবীয় ক্যানবেরায় ৩৭২ রান করেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। তিনশোর্ধ্ব জুটি ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত রয়েছে ৫টি।

ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে ডাবলিনে শুরু হয়েছে তিন জাতির টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ক্যারিবীয়দের সংগ্রহ ৫০ ওভারে ৩ উইকেটে ৩৮১। যা দেশটির দ্বিতীয় সর্বোচ্চ। ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ সংগ্রহ ৩৮৯, সেন্ট জর্জেসে ইংল্যান্ডের বিপক্ষে চলতি বছরের ফেব্রুয়ারিতে। ওয়ানডে ক্রিকেটে দলীয় সর্বোচ্চ ইংল্যান্ডের, ৬ উইকেটে ৪৮১, অস্ট্রেলিয়ার বিপক্ষে গত বছর নটিংহ্যামশায়ারে। গতকাল ক্যাম্পবেল ও হোপ জুটি শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করে তুলে নেন সেঞ্চুরি। দুজনে ৪৭.২ ওভার ব্যাটিং করে রান করেন ৩৬৫। এরমধ্যে ক্যাম্পবেল ১৭৯ রান করেছেন ১৩৭ বলে ১৫ চার ও ৬ ছক্কায়। এটা ক্যাম্পবেলের অভিষেক সেঞ্চুরি। সতীর্থের বিদায়ের দুই বল পর আউট হওয়া হোপ খেলেছেন ১৭০ রানের ইনিংস। ১৫২ বলের ইনিংসটিতে ছিল ২২ চার ও ২ ছক্কা।   

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর