সোমবার, ৬ মে, ২০১৯ ০০:০০ টা

বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু

আসিফ ইকবাল

বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু

‘মিশন ইমপসিবল’ সবচেয়ে ব্যয়বহুল সিনেমা এবং সবচেয়ে আকর্ষণীয়ও। সিনেমাটিকে চিত্তাকর্ষক করতে হলিউড ‘সুপার স্টার’ টম ক্রুজ হেলিকপ্টার থেকে বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং দুবাইয়ের ‘বুর্জ আল খলিফা’র ছাদে লাফ দিয়ে পা ভেঙেছিলেন। হলিউড স্টারের স্ট্যান্টবাজি চমকে দিয়েছিল সিনেমাপ্রেমীদের। বাজিমাত করেছিল বক্স অফিস। ক্রুজের ‘মিশন ইমপসিবল’ সিনেমার মতো শুরু হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট দলের ‘মিশন বিশ্বকাপ’। ক্রিকেট মহাযজ্ঞে চমকে দিতে প্রস্তুত মাশরাফি বাহিনী। ব্যাট-বলের সৌকর্য্য ছড়িয়ে কোন টাইগার তারকা ক্রিকেটার ক্রুজের মতো বাজিমাত করবেন? আবিরে মাখামাখি করবেন বাংলাদেশের বিশ্বকাপ আকাশ? ক্রিকেটের  ‘জনক’ ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপে বাজিমাত করতে মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা এখন আয়ারল্যান্ডে। তিন জাতির টুর্নামেন্ট খেলে স্বপ্ন পূরণের প্রস্তুতিটা সেরে নিচ্ছেন অপরূপ সৌন্দর্যের দেশটিতে।    

বিশ্বকাপ গড়াতে এখনো বাকি তিন সপ্তাহ। ব্যাট-বলের লড়াইয়ে নামার আগে শেষ সময়ের প্রস্তুতিটা সেরে নিচ্ছে টাইগাররা। গতকাল আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হয়ে গেছে মাশরাফিদের বিশ্বকাপ মিশন।

১৯৯৯ সালে প্রথম বিশ্বকাপ খেলে বাংলাদেশ। প্রথমবারেই চমকে দেওয়া পারফরম্যান্স টাইগারদের। স্কটল্যান্ডের পাশাপাশি পাকিস্তানকে হারিয়ে জন্ম দেয় বিস্ময়ের। সেবার ৫ ম্যাচ খেলে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে। পরের রাউন্ডে খেলতে না পারলেও আশা জাগানো ছিল পারফরম্যান্স। বিশ্বকাপের পর ২০০০ সালে টেস্ট দল হিসেবে ক্রিকেট মঞ্চে আভির্ভূত বাংলাদেশ। টেস্ট খেলুড়ে দেশ হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলে ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায়। নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বাজে পারফরম্যান্স ছিল সেবার। হেরেছিল কানাডা ও কেনিয়ার মতো আইসিসি সহযোগী দেশের কাছে। শ্রীলঙ্কার বাঁ হাতি পেসার চামিন্ডা ভাস প্রথম ওভারেই হ্যাটট্রিকসহ ৪ উইকেট নিয়ে ইতিহাসের খাতায় জায়গা নেন চিরস্থায়ীভাবে। চার বছর পর, ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে মাশরাফি, সাকিব, তামিম, মুশফিকদের পারফরম্যান্স চমকে দেয় ক্রিকেটপ্রেমীদের। শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলী, বীরেন্দার শেভাগদের নিয়ে গড়া বিশ্বসেরা ব্যাটিং লাইনআপের ভারতকে হারিয়ে প্রথমবারের মতো জায়গা নেয় সুপার এইটে। ক্যারিবীয় বিশ্বকাপে ভারত ছাড়াও হারায় নবাগত বারমুডা ও ‘সুপার পাওয়ার’ দক্ষিণ আফ্রিকাকে। সুপার এইটে প্রোটিয়াসদের হারায় মোহাম্মদ আশরাফুলের দুরন্ত ব্যাটিংয়ে।

২০১১ সালে বিশ্বকাপের সহ আয়োজক ছিল বাংলাদেশ। ঘরের মাঠে বিশ্বকাপ হলেও সুপার এইটে জায়গা নিতে পারেনি। যদিও তিন হারের বিপরীতে জয়ও ছিল তিনটি। হারিয়েছিল নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও ইংল্যান্ডকে। তবে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পারফরম্যান্স ছিল লজ্জাজনক। মিরপুর স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ ও প্রোটিয়াসদের বিপক্ষে অলআউট হয়েছিল ৭৮ রানে। ২০১৫ সালের বিশ্বকাপ এখন পর্যন্ত বাংলাদেশের সেরা পারফরম্যান্স। ইংল্যান্ডকে পেছনে ফেলে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলে টাইগাররা। ইংলিশদের বিপক্ষে জীবনবাজির ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের অবিশ্বাস্য সেঞ্চুরিতে জয়ে জায়গা নেয় কোয়ার্টারে। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মাহমুদুল্লাহ সেঞ্চুরি করেন বিশ্বকাপে। টানা দুটি সেঞ্চুরি করে সমৃদ্ধ করেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসকে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ হারিয়েছিল স্কটল্যান্ড, ইংল্যান্ড ও আফগানিস্তানকে।

৩০ মে শুরু বিশ্বকাপ। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু ২ জুন দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে। এবারও টাইগারদের সেনাপতি মাশরাফি। তার নেতৃত্বে সেমিফাইনালের স্বপ্নে বিভোর গোটা দেশ। স্বপ্ন পূরণ কি সম্ভব?

মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ এবারের বিশ্বকাপে সবচেয়ে অভিজ্ঞ দলগুলোর একটি। মাশরাফি ছাড়াও চতুর্থবারের মতো বিশ্বকাপ খেলবেন সাকিব, তামিম ও মুশফিক। মাহমুদুল্লাহ খেলবেন তৃতীয় বিশ্বকাপ এবং সৌম্য ও সাব্বির খেলবেন দ্বিতীয় বিশ্বকাপ। প্রথম খেলবেন মোহাম্মদ মিথুন, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন. মেহেদী হাসান মিরাজ। সেমিফাইনালের স্বপ্ন পূরণে টাইগারদের মূল ভরসা ‘পাঁচ’ সিনিয়র ক্রিকেটার। দলের মূল ভরসা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। আগের তিন আসরে ২১ ম্যাচে সাকিবের রান ৫৪০ এবং উইকেট নিয়েছেন ২৩টি। মুশফিক ২১ ম্যাচে ৫১০,  তামিম ২১ ম্যাচে ৪৮৩ ও মাহমুদুল্লাহ ১০ ম্যাচে ৩৯৭ রান করেন। অধিনায়ক মাশরাফি ১৬ ম্যাচে নেন ১৮ উইকেট, রুবেল হোসেন ১২ ম্যাচে নেন ১৩ উইকেট। সেরা ব্যক্তিগত রান মাহমুদুল্লাহর, ১২৮*, নিউজিল্যান্ডের বিপক্ষে। সেরা বোলিং পারফরম্যান্স শফিউল ইসলাম সুহাশের ৮-১-২১-৪, ইংল্যান্ডের বিপক্ষে। সবচেয়ে বেশি ছক্কা মুশফিকের ৮টি। ১০ দলের বিশ্বকাপে এবার সবাই খেলবে পরস্পরের বিপক্ষে। সবারই সুযোগ থাকবে সেরা চারে খেলার। এখন শুধু হলিউড তারকা টম ক্রুজের মতো বাজিমাত করতে হবে চমক দিতে।

সর্বশেষ খবর