সোমবার, ৬ মে, ২০১৯ ০০:০০ টা

ম্যানইউর মাঠে মারিয়ারা!

ক্রীড়া প্রতিবেদক

ম্যানইউর মাঠে মারিয়ারা!

পুরুষ ফুটবলে কিছুটা অগ্রগতি ঘটলেও তেমন সাফল্য আসছে না। অন্যদিকে মেয়েদের জয়-জয়কার। এএফসি বাছাই ও সাফ বয়সভিত্তিক চ্যাম্পিয়নশিপে একাধিকবার শিরোপা জিতেছে বাংলাদেশ। প্রথমবারের মতো বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ গোল্ড কাপেও যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়ায়নি। তাই বাংলাদেশ ও লাওসকে যুগ্ম চ্যাম্পিয়ন করা হয়েছে। যুগ্ম হলেও মৌসুমীরা দেশের ফুটবলে নতুন এক ইতিহাস গড়েছে। বাফুফে আয়োজিত আন্তর্জাতিক টুর্নামেন্টে এর আগে অভিষেক আসরে পুরুষ দলও চ্যাম্পিয়ন হতে পারেনি।

বঙ্গমাতা টুর্নামেন্ট শেষ। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন চান মনিকা, আঁখি, মারিয়া, সানজিদাদের অনুশীলনে রাখতে। সেপ্টেম্বরে থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব-১৭ চূড়ান্তপর্বে বাংলাদেশ খেলবে। ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সালাউদ্দিন চাচ্ছেন অন্তত তিন মাস ইউরোপে অনুশীলন করার। এখানে তার প্রথম পছন্দ ইংল্যান্ডই। তিনি জানিয়েছেন ইতিমধ্যে ম্যানচেষ্টার ইউনাইটেড, চেলসি ও আর্সেনাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। এখানে অর্থ বড় ফ্যাক্টর হলেও সালাউদ্দিন মনে করেন এক্ষেত্রে স্পন্সর খুঁজে পাওয়া যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর