সোমবার, ৬ মে, ২০১৯ ০০:০০ টা

লিভারপুলের স্বস্তির জয়

ক্রীড়া ডেস্ক

লিভারপুলের স্বস্তির জয়

দিন কয়েক আগে লিভারপুল কোচ জার্গেন ক্লপ জানিয়েছিলেন, লিগটা তিনি জিততে চান নিজেদের শক্তি দিয়ে। অন্যের ব্যর্থতায় লিগ জিতে আনন্দ কোথায়! লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েই চলেছে। এই নিয়ে টানা আটটা। চলতি মৌসুমে ৩৭ ম্যাচের মধ্যে হেরেছে কেবল ১টা। এসব রেকর্ড সত্ত্বেও লিভারপুল সমর্থকদের সামনে চরম বাস্তবতা হলো ম্যানসিটি পয়েন্ট না হারালে লিগ জেতা সম্ভব নয় লিভারপুলের। যার জন্য তারা অপেক্ষা করছে ১৯৮৯-৯০ মৌসুমের পর থেকেই। সেবারই তারা শেষবারের মতো ইংলিশ লিগে চ্যাম্পিয়ন হয়েছিল। দীর্ঘ ২৯ বছর পর লিগ শিরোপা জিততে অবশ্য চেষ্টার কোনো ত্রুটি রাখছে না অলরেডরা। নিউক্যাসলের বিপক্ষে ড্র করতে করতেও জয় নিয়েই বাড়ি ফিরেছে লিভারপুল। ৩-২ গোলে জিতেছে অলরেডরা। লিভারপুলের পক্ষে গোল করেছেন ভারগিল ফন ডিক (১৩), মোহাম্মদ সালাহ (২৮) এবং অরিগি (৮৬)। সর্বশক্তি নিয়োগ করে লিগ জয়ে শেষ চেষ্টা করতে চায় তারা। ম্যানসিটি পয়েন্ট হারাবে কি না তা নিয়ে ভাবছেন না ক্লপ। কেবল নিজেদের ম্যাচগুলোই জিততে চান তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর