সোমবার, ৬ মে, ২০১৯ ০০:০০ টা

টাইগারদের বাজে ব্যাটিং-বোলিং

আয়ারল্যান্ড সফর

ক্রীড়া প্রতিবেদক

আয়ারল্যান্ডে এখন সামার। অথচ তাপমাত্রা ১০-১২ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশে যা তীব্র ঠান্ডা। গতকাল ডাবলিনে ঠান্ডার সঙ্গে বৃষ্টিপাতও হয়েছে। এমন বৈপরীত্য কন্ডিশনে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। বৈরী পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে যেমন কষ্ট হয়েছে টাইগারদের। তেমনই বাজে ব্যাটিং ও বোলিং পারফরম্যান্সের খেসারতও গুনেছে ৮৮ রানের হারে। ক্রিকেট দল এখন আয়ারল্যান্ডে। বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতি হিসেবে সেখানে খেলছে তিন জাতির টুর্নামেন্ট। ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে টুর্নামেন্টটি। মাশরাফিদের প্রথম খেলা আগামীকাল। প্রতিপক্ষ স্বাগতিক আয়ারল্যান্ড। বিশ্বকাপ ক্রিকেট শুরু ৩০ মে। ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের। তার আগে প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে খেলছে তিন জাতির টুর্নামেন্ট। প্রীতিম্যাচ হলেও এটি ছিল লিস্ট ‘এ’ ম্যাচ। তাই একাদশ খেলেছে। তবে বিশ্রামে ছিলেন নিয়মিত অধিনায়ক মাশরাফি, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ নাইম ও ইয়াসির আলী। টস করেন সাকিব। ফিল্ডিং করতে নেমে স্বাগতিক উলভসের ব্যাটিং তান্ডবে তালগোল হারিয়ে ফেলে টাইগার বোলাররা। স্বাগতিক দলের জন ম্যাককুলাম ১০২ রানের ইনিংস খেলেন রুবেল, তাসকিন, ফরহাদ রেজাদের সাধারণ মানে নামিয়ে। তার সেঞ্চুরি ও সিমি সিংয়ের ৯১ রানে ভর করে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৭। প্রতিপক্ষ ব্যাটসম্যানদের মেজাজি ব্যাটিংয়ের মধ্যে দুরন্ত বোলিং করে ১০ ওভারে মাত্র ৩০ রান দেন বিশ্বসেরা অলরাউন্ডার। খরুচে বোলিং করেছেন রুবেল, তাসকিন ও ফরহাদ। রুবেল ৯ ওভারের স্পেলে ৬৩ রানের খরচে নেন ২ উইকেট। হঠাৎ সুযোগ পাওয়া তাসকিন ৩ উইকেট নিলেও ১০ ওভারে রান দিয়েছেন ৬৬। হঠাৎ সুযোগ পাওয়া ফরহাদও রান দিয়েছেন ৬৬। ৩০৮ রানের টার্গেটে তামিম, লিটন, মুশফিকরা দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি। তবে ৫৪ রানের ইনিংস খেলে আশ্বস্ত করেছেন টিম ম্যানেজমেন্টকে। মাহমুদুল্লাহ ৩৭, ২১ তামিম, লিটন ২৬, মুশফিক ১১, মিথুন ১৩, সাব্বির ০, মিরাজ ৬ রান করেন। ব্যাটিং ব্যর্থতায় টাইগারদের স্কোর থেমে যায় ৪২.৪ ওভারে ২১৯ রানে।

সর্বশেষ খবর