শিরোনাম
বুধবার, ৮ মে, ২০১৯ ০০:০০ টা

ম্যানইউর পর ম্যানসিটি!

রাশেদুর রহমান

ম্যানইউর পর ম্যানসিটি!

ইউরোপিয়ান লিগগুলোর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগকেই সবচেয়ে প্রতিযোগিতামুখর হিসেবে ধরা হয়। এমনটা বলার যথেষ্ট কারণও রয়েছে। যেমন, গত এক দশকে ইংলিশ লিগে কেউ ব্যাক-টু-ব্যাক চ্যাম্পিয়ন হতে পারেনি। সর্বশেষ ২০০৮-০৯ মৌসুমে সার আলেক্স ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেডই ব্যাক-টু-ব্যাক লিগ জিতেছিল। ওইটা ছিল তাদের টানা তৃতীয় লিগ জয়। এরপর ম্যানইউর আধিপত্য অনেকটা কমে গেলেও অন্য কোন দল টানা লিগ জেতার রেকর্ড গড়তে পারেনি। অবশেষে সেই রেকর্ডটা এবার গড়তে চলেছে ম্যানচেস্টার সিটি।

গত মৌসুমে দারুণ একটা রেকর্ড গড়েছিল পেপ গার্ডিওলার ম্যানচেস্টার সিটি। প্রথম দল হিসেবে মতো ইংলিশ প্রিমিয়ার লিগে ১০০ পয়েন্ট সংগ্রহ করেছিল তারা। জয় করেছিল লিগ শিরোপা। চলতি মৌসুমেও দুর্দান্ত গতিতে তারা ছুটেছে শিরোপার দিকে। অবশ্য এবার লিভারপুল কঠিন লড়াই করেছে সমানতালে। তবে শেষটায় ম্যানচেস্টার সিটিরই জয় দৃশ্যমান হচ্ছে। গত সোমবার গভীর রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানসিটি ১-০ গোলে হারিয়েছে লিস্টার সিটিকে। ভিনসেন্ট কম্পানির ৭০ মিনিটের গোলে জয় পেয়েছে গার্ডিওলার দল। লিগে আর মাত্র একটা করে ম্যাচ বাকি। ৩৭ ম্যাচে ৯৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ৯৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল।

 শেষ ম্যাচে ম্যানসিটি মুখোমুখি হবে ব্রাইটনের। লিগে পয়েন্ট তালিকার ১৭ নম্বরে আছে ব্রাইটন। অন্যদিকে লিভারপুল মুখোমুখি হবে উলভারহ্যাম্পটনের। লিগে সাত নম্বরে আছে উলভারহ্যাম্পটন। তুলনামূলক কঠিন লড়াইয়ে নামতে হবে লিভারপুলকে। অন্যদিকে ম্যানসিটির সামনে সহজ লড়াই। লিগ শিরোপাটা এবারেও জিততে পারে ম্যানসিটি। ১০ বছর পর ব্যাক-টু-ব্যাক ইংলিশ লিগ জিততে চলেছে কোনো দল!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর