বুধবার, ৮ মে, ২০১৯ ০০:০০ টা

টটেনহ্যামের প্রথম না আয়াক্সের সপ্তম

ক্রীড়া ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এক সময় ডাচদেরও আধিপত্য ছিল। ইয়োহান ক্রুইফের যুগে (১৯৭০’র দশক) আয়াক্স তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। ফেনর্ড এবং পিএসভি এইনঢোভেন ফাইনাল খেলেছে। তবে নতুন শতকে কোনো ডাচ ক্লাবই ফাইনাল খেলতে পারেনি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে পারে আয়াক্স। আজ ইয়োহান ক্রুইফ অ্যারিনায় টটেনহ্যামের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগ খেলতে নামবে ডাচ ক্লাবটি। প্রথম লেগে টটেনহ্যামের মাঠে ১-০ গোলে জিতে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে আছে আয়াক্স।

দীর্ঘদিন পর নিজেদেরকে নতুন করে গড়ে তুলেছে ডাচ জায়ান্টরা। অধিনায়ক ম্যাটহিজ ডি লিট ডিফেন্স সামলাচ্ছেন চমৎকারভাবে। আক্রমণে নেতৃত্ব দিচ্ছেন আরেক ডাচ ফ্রেঙ্কি ডি জঙ এবং ডনি ফন ডি বিক। এছাড়াও সার্বিয়ার দুসান তাদিচ তো আছেনই। এদের মধ্যে অবশ্য বেশিরভাগই সামনের মৌসুমে নতুন ঠিকানা খুঁজে নিচ্ছেন। ডি জঙ আর ডি লিট যাচ্ছেন বার্সেলোনায়।

সর্বশেষ খবর