বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯ ০০:০০ টা

বসুন্ধরা কিংসের স্বপ্ন পূরণের মিশন

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা কিংসের স্বপ্ন পূরণের মিশন

উইলি প্লাজা

স্বপ্ন পূরণের মিশন। নতুন দল হিসেবে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ছিল না কারোরই। স্বাধীনতা কাপ জিতে সেই ইতিহাস গড়েছে বসুন্ধরা কিংস। হাতছানি দিচ্ছে দেশসেরা ফুটবলেরও ইতিহাস গড়ার। পেশাদার লিগে চ্যাম্পিয়ন হলে বসুন্ধরাই হবে প্রথম দল যারা অভিষেক আসরেই ইতিহাস গড়বে। সেই স্বপ্ন পূরণের মিশন শুরু হচ্ছে আজ থেকেই। পেশাদার লিগের দ্বিতীয় পর্বের পর্দা উঠছে। নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে বসুন্ধরা কিংস লড়বে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে। একই দিনে আরও তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে নফেল স্পোর্টিং ও ঢাকা আবাহনী মুখোমুখি হবে। সিলেট জেলা স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে জায়ান্ট কিলার আরামবাগ। গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম আবাহনীর ম্যাচ।   পারফরম্যান্সের কথা বললে লিগ জয়ের সম্ভাবনার দিক দিয়ে বসুন্ধরা কিংসকে এগিয়ে রাখা যায়। ১২ ম্যাচে অপরাজিতভাবে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। স্বপ্ন পূরণের মিশনে দ্বিতীয় পর্বে তাদের শুরুটা শেখ জামালের বিপক্ষে। প্রথম পর্বে জামালকে হারিয়েই যাত্রা হয়েছিল কিংসের। ১২ ম্যাচে ১৪ পয়েন্টে জামালের অবস্থান সাতে। এ অবস্থায় তাদের শিরোপা রেসে ফেরাটা অসম্ভবই বলা যায়। বসুন্ধরা কিংসে আজ দেখা যেতে পারে ত্রিনিদাদ এন্ড টোবাগোর উইলি প্লাজাকে।

সর্বশেষ খবর