বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯ ০০:০০ টা

টুকি টাকি

আইপিএল : দিল্লির জয়

আইপিএলে গতকাল সানরাইজার্স হায়দরাবাদকে ২ উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস।

প্রথমে ব্যাট করে ৮ উইকেটে  ১৬২ রান করেছিল সানরাইজার্স। লক্ষ্য তাড়া করতে নেমে ১ বল হাতে রেখে জিতে যায় দিল্লি। সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেছেন পৃথ্বী শো।

এছাড়া ৪৯ রান এসেছে রিশব পান্থের ব্যাট থেকে। এলিমিনেটরের এই ম্যাচে হেরে আইপিএল থেকেই বিদায়ঘণ্টা বেজে গেল হায়দরাবাদের। অন্যদিকে ফাইনালে যাওয়ার লড়াইয়ে পরের ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে দিল্লি।

 

ফুটবলমোহামেডানের লড়াই

শিরোপা লড়াই চারদলের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবার শেষ চারের দৃশ্যটা ভিন্ন। তারা রেলিগেশনের শঙ্কায় রয়েছে। নবাগত নফেল স্পোর্টিং ১২ ম্যাচে ৯, ব্রাদার্স ইউনিয়ন ৮, ঢাকা মোহামেডান  ৬, টিম বিজেএমসি ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। সর্বনিম্ন পয়েন্টে থাকা দুই দল প্রিমিয়ার থেকে চ্যাম্পিয়নশিপ লিগে নেমে যাবে। ঐতিহ্যবাহী মোহামেডান চ্যাম্পিয়নের বদলে রেলিগেশনে লড়বে তা ভাবাই যায় না। অবনমন এড়াতে দ্বিতীয় পর্বে বিদেশির পাশাপাশি দেশি খেলোয়াড়ও সংগ্রহ করেছে।

 

ফুটবল : মরিনহোর খোঁচা

বার্সেলোনাকে লিভারপুলের কাছে বাজেভাবে হারতে দেখে ভয়ানক এক মন্তব্য করলেন হোসে মরিনহো। সাবেক এই রিয়াল মাদ্রিদ কোচ বলেন, ‘আপনি যদি অনূর্ধ্ব-১৪ অথবা অনূর্ধ্ব-১৫ দলের ম্যাচে এমন গোল হতে দেখেন তাহলে বলবেন বাচ্চারা ঘুমাচ্ছে। তাদের এখনো ফুটবলের বেসিকটাই শেখা হয়নি।’ পর্তুগিজ কোচ মেসি-সুয়ারেজদের তুলনা দিলেন বাচ্চাদের সঙ্গে। লিভারপুলের বিপক্ষে প্রথম লেগে ৩-০ গোলে জিতেও ফাইনাল থেকে বঞ্চিত হলো বার্সা। দ্বিতীয় লেগে হেরে গেল ৪-০ গোলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর