শুক্রবার, ১০ মে, ২০১৯ ০০:০০ টা

বসুন্ধরার দুরন্ত জয়

ক্রীড়া প্রতিবেদক

অপরাজিতভাবে শীর্ষে থেকেই বসুন্ধরা কিংস প্রথম পর্ব শেষ করেছিল। দ্বিতীয় পর্বটা তাদের শিরোপার মিশন। শেখ জামাল ধানমন্ডিকে ৩-১ গোলে হারিয়ে মিশনটা দারুণভাবে শুরু করেছে কিংস। এই জয়ে ১৩ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে নিজেদের অবস্থান মজবুত করেছে কলিনড্রেসরা। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করায় শেখ জামালের শিরোপা রেসে ফেরাটা কঠিন হয়ে গেছে। কলিনড্রেস, মার্কোস, মতিন মিয়া ও বখতিয়ারদের পরিশ্রমী খেলায় অপ্রতিরোধ্য হয়ে উঠে কিংস। তবু গোলের দেখা না মেলাতে সমর্থকরা নীরব হয়ে বসে ছিলেন। জামালও আক্রমণ চালাচ্ছিল। শেষ পর্যন্ত গ্যালারি হয়ে উঠে উৎসবমুখর। ৩৬ মিনিটে গোলের অবসান ঘটান কিংসের ব্রাজিলিয়ান তারকা মার্কোস ডি সিলভা। এনিয়ে লিগে তার গোল সংখ্যা দাঁড়াল আটে। ৫১ মিনিটে ম্যাচে সমতা ফেরান জামালের স্যাম্বু। ৫৭ মিনিটে কিংসকে এগিয়ে রাখেন মতিন মিয়া। ৬৩ মিনিটে তারই দেওয়া আরেক গোলে কিংসের জয় নিশ্চিত হয়। লিগে মতিনের গোল সংখ্যা সাতে।

বসুন্ধরার জয়ের দিনে পুরো পয়েন্ট সংগ্রহ করেছে ঢাকা আবাহনী। নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ২-০ গোলে নফেল স্পোর্টিংকে পরাজিত করে। সানডে চিজোবা ও নাবীব নেওয়াজ জীবন গোলগুলো করেন। সানডে ১০ ও জীবনের গোল সংখ্যা দাঁড়াল ৯। ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে আবাহনী দ্বিতীয় স্থানেই আছে। সিলেটে পিছিয়ে থেকেও ২-১ গোলে আরামবাগকে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। জাহিদের গোলে আরামবাগ প্রথমে এগিয়ে গেলেও পরে রাফায়েল শেষ পাঁচ মিনিটে ২ গোল করে রাসেলকে জয় এনে দেন। এ জয়ে ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ৩০ পয়েন্ট। এদিকে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী ৪-১ গোলে মুক্তিযোদ্ধা সংসদকে হারায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর