শুক্রবার, ১০ মে, ২০১৯ ০০:০০ টা

অল-ইংল্যান্ড ফাইনাল

আসিফ ইকবাল

অল-ইংল্যান্ড ফাইনাল

সময়ের ব্যবধান মাত্র ২৪ ঘণ্টা। এক সূর্যোদয় থেকে আরেক সূর্যোদয়- ফুটবলপ্রেমীরা দেখলেন দুই দুটি রূপকথার প্রত্যাবর্তন। একদিনের ব্যবধানে রাজসিক উপখ্যান লিখলো ইংলিশ ফুটবল। ফুটবলপ্রেমীরা উপভোগ করলেন লিভারপুল ও টটেনহ্যামের অতিমানবীয় ফুটবল সৌকর্য। খাদের কিনারায় দাঁড়িয়ে থেকে লিভারপুল যেভাবে রূপকথার ইতিহাস লিখেছিল, তার একদিন পর আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার্স একই গতিতে লিখেছে নতুন এক ইতিহাস, একই কালিতে লিখেছে ইংলিশ ফুটবলের রাজকথা। নতুন উপখ্যান লেখা টটেনহ্যাম হটস্পার্স ও লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে ১ জুন মুখোমুখি হবে মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানোয়। এর আগে আরও একবার অল ইংলিশ ফাইনাল হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগে। ২০০৭-০৮ মৌসুমে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি।

বার্সেলোনার কাছে প্রথম লেগে ০-৩ গোলে পিছিয়েছিল লিভারপুল। অ্যানফিল্ডে ৪-০ গোলের অবিশ্বাস্য জয় তুলে প্রথমবার ইংলিশ রূপকথা লিখে লিভারপুল। তার রেশ কাটার আগেই নতুন করে আবারও ইংলিশ ফুটবলের রাজসিক উপাখ্যান লিখেছে টটেনহ্যাম। ক্লাবটির নতুন ইতিহাস লিখেন স্পার্সের ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস মৌরা। খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা টটেনহ্যামকে ক্লাব ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলেন মৌরা এক অনবদ্য হ্যাটট্রিকে। যা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পঞ্চম হ্যাটট্রিক। চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরের ‘ব্ল্যাক হর্স’ অ্যায়াক্স আমস্টার্ডাম। ডাচ ফুটবল কিংবদন্তি ইয়োহান ক্র্ইুফের সাবেক ক্লাব অ্যায়াক্স দুরন্ত ফুটবল খেলে জায়গা করে নেয় সেমিফাইনালে। প্রথম লেগে টটেনহ্যামের মাটিতে ১-০ গোলের জয় নিয়ে উড়ে আসে ঘরের মাটিতে। তখন ধরে নেওয়া হয়েছিল ১৯৯৪-৯৫ সালের পর পুনরায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে। কিন্তু ফুটবলে যে নাটকীয়তা ছড়িয়ে থাকে পরতে পরতে, সেটা আরও একবার প্রমাণ দিল টটেনহ্যাম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর