শনিবার, ১১ মে, ২০১৯ ০০:০০ টা
উয়েফা ইউরোপা লিগ

ইংলিশ ক্লাবের আধিপত্য

ক্রীড়া ডেস্ক

ইংলিশ ক্লাবের আধিপত্য

উয়েফা ইউরোপা লিগে ফাইনাল নিশ্চিত করেছে ইংলিশ ক্লাব চেলসি ও আর্সেনাল। প্রথম লেগে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালের পথে এগিয়েই ছিল আর্সেনাল। দ্বিতীয় লেগে তারা জিতল ৪-২ গোলে। আর্সেনালের পক্ষে দারুণ হ্যাটট্রিক করেছেন পিয়েরে এমেরিক অবামেয়াঙ। এ ছাড়া ১টি গোল করেন আলেকজান্ডার লেকাজেট। এদিকে চেলসির জয়টা বেশ কঠিনই হয়েছে। প্রথম লেগে জার্মান ক্লাব ফ্র্যাঙ্কফুর্টের মাঠে ১-১ গোলে ড্র করেছিল। দ্বিতীয় লেগে নিজেদের মাঠে একই ব্যবধানে ড্র করে তারা। এর ফলে ম্যাচ অতিরিক্ত ৩০ মিনিট খেলার পর টাইব্রেকারে গড়ায়। চেলসি ম্যাচটা জিতে নেয় ৪-৩ গোলে। টাইব্রেকারে দুটি পেনাল্টি শট ঠেকিয়ে চেলসির নায়ক হয়ে ওঠেন স্প্যানিশ গোলরক্ষক কেপা আরিজাবালাগা।

ইউরোপা লিগের ফাইনালে দুই ইংলিশ ক্লাব উঠে আসায় দারুণ একটা ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছেন ফুটবলমোদীরা। অতীতে কখনই ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতার দুই ফাইনালে একই মৌসুমে এক দেশের চার দল খেলার যোগ্যতা অর্জন করেনি।

 

রেকর্ড

উয়েফা ইউরোপা লিগের প্রথম মৌসুমে অল ইংলিশ ফাইনাল খেলেছিল টটেনহ্যাম-উলভারহ্যাম্পটন। দীর্ঘ ৪৭ বছর পর আবারও অল ইংলিশ ফাইনাল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর