শনিবার, ১১ মে, ২০১৯ ০০:০০ টা

ত্রিদেশীয় সিরিজে আবারও মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও নবাগত টেস্ট খেলুড়ে দেশ আয়ারল্যান্ড ফের মুখোমুখি হচ্ছে ডাবলিনে। তিন জাতির টুর্নামেন্টে দুই দেশ প্রথম ম্যাচ খেলেছিল এবং জন ক্যাম্পবেল ও শাই হোপের উদ্বোধনী জুটিতে ৩৬৫ রানের বিশ্বরেকর্ড গড়েছিলেন। দুই ওপেনারের বিশ্বরেকর্ডের ম্যাচটি দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল ১৯৬ রানে। দুই দল আজ আবার পরস্পরের মুখোমুখি হচ্ছে। স্বাগতিক আইরিশরা নামবে প্রথম জয়ের সন্ধানে। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ নামছে ফাইনাল নিশ্চিতের টার্গেটে। এখন পর্যন্ত দুটি করে ম্যাচ খেলেছে দুই দল। আয়ারল্যান্ডের বিপক্ষে বড় জয় পেলেও বাংলাদেশের কাছে ক্যারিবীয়রা হেরেছে ৮ উইকেটে। বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে। বৃষ্টির সম্ভাবনা আছে আজও। দুই ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৬, ওয়েস্ট ইন্ডিজের ৫ ও আয়ারল্যান্ডের ২। ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াডের ৮ ক্রিকেটার খেলছেন না তিন জাতির টুর্নামেন্টে। তারপরও শক্তিমত্তায় খুব পিছিয়ে নেই ক্যারিবীয় দলটি। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ক্যাম্পবেল ও হোপ উদ্বোধনী জুটিতে ৩৬৫ রানের জুটি গড়েন। সব ধরনের উইকেটে যা দ্বিতীয় সর্বোচ্চ এবং ওপেনিংয়ে সর্বোচ্চ।

 

টুর্নামেন্টের প্রথম ম্যাচে ক্যাম্পবেল ১৩৭ বলে ১৭৯ রান করেন ১৫ চার ও ৬ ছক্কায় এবং হোপ ১৭০ রানের ইনিংস খেলেন ১৫৩ বলে ২২ চার ও ২ ছক্কায়। হোপ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি করেন মাশরাফিদের বিপক্ষে। ১০৯ রানের ইনিংসটি বাংলাদেশের বিপক্ষে চার ম্যাচে তৃতীয় সেঞ্চুরি। ইনিংসটি সাজানো ছিল ১৩২ বলে ১১ চার ও ১ ছক্কায়। 

সর্বশেষ খবর