শনিবার, ১১ মে, ২০১৯ ০০:০০ টা

অবশেষে জয় মোহামেডানের

ক্রীড়া প্রতিবেদক

অবশেষে জয় মোহামেডানের

চলতি বছরের ২০ জানুয়ারি টিম বিজেএমসিকে হারিয়েছিল মোহামেডান। এরপর ‘জয়’ নামক শব্দটি ভুলেই যায় ঐতিহ্যবাহী দলটি। ৮ হার ও ৩ ড্রয়ে পয়েন্ট টেবিলের নিচের দিকে নেমে আসে। রেলিগেশনের শঙ্কায়ও পড়ে দলটি। অবশেষে প্রিমিয়ার লিগে ১১ ম্যাচ পর জয়ের মুখ দেখেছে মোহামেডান। ২-১ গোলে হারিয়েছে টিম বিজেএমসিকে। ২-১ গোলের আত্মবিশ্বাসী জয় নিয়ে ১৩ ম্যাচে দলটির পয়েন্ট ২ জয়, ৩ ড্র ও ৮ হারে ৯। প্রথম পর্বেও জিতেছিল একই ব্যবধানে। হেরে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে জায়গা নিয়েছে বিজেএমসি। নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে দুই দলই খেলতে নেমেছিল রেলিগেশনের শঙ্কা নিয়ে। তৃতীয় মিনিটে উচ্ছ্বাসে মেতে উঠে বিজেএমসি। একই সঙ্গে প্রথম পর্বে হারের প্রতিশোধও নেওয়ার সম্ভাবনাও উঁকি দেয় ওই গোলের পর। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল ধরে মোহামেডানের অফসাইডের ফাঁদ ভেঙে ডিবক্সে ঢুকে পড়েন বিজেএমসির উজবেকিস্তানের স্ট্রাইকার ওটাবেক। এরপর ঠান্ডা মাথায় আগুয়ান মোহামেডানের গোলরক্ষক পাপ্পুর মাথার ওপর দিয়ে দলকে এগিয়ে নেন ১-০ গোলে। ওই গোলের পর প্রতিপক্ষকে চেপে ধরে বিজেএমসি। মনে হচ্ছিল আরও গোল পাবে। কিন্তু ১৯ মিনিটে মোহামেডানের মালির স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে বল নিয়ে ঢুকে পড়তেই বিজেএমসির রক্ষণভাগের একজন ফাউল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। সাদা-কালো শিবিরের পক্ষে সমতা আনেন জাপানি মিডফিল্ডার উরিয়ু নাগাতা (১-১)। প্রথমার্ধ শেষ হয় সমতায়। দ্বিতীয়ার্ধে দুই দলই রক্ষণভাগ সামলে ফুটবল খেলতে থাকে। এর মধ্যে ৬১ মিনিটে ম্যাচের জয়সূচক গোলটি করেন সুলেমান। বিজেএসমির রক্ষণভাগের একজনের কাছ থেকে বল কেড়ে নিয়ে ফাঁকায় দাঁড়ানো সুলেমানকে বাড়ান গালিব নেওয়াজ। বল ধরে ঠান্ডা মাথায় ব্যবধান ২-১ করেন সুলেমান। এরপর আর ম্যাচে গোল হয়নি। ওই গোলেই প্রিমিয়ার লিগে দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।

সর্বশেষ খবর