শিরোনাম
রবিবার, ১২ মে, ২০১৯ ০০:০০ টা

চ্যালেঞ্জের মুখে আবাহনী

ক্রীড়া প্রতিবেদক

চ্যালেঞ্জের মুখে আবাহনী

ঘরোয়া ফুটবলে সেরা দল ঢাকা আবাহনী। একের পর এক শিরোপা জিতেই চলেছে। অথচ আন্তর্জাতিক টুর্নামেন্টে দলটি বড্ড ম্লান। এএফসি কাপ বাছাইপর্বে কখনো পরবর্তী রাউন্ড খেলতে পারেনি। বার বার গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশের চ্যাম্পিয়নরা। এবার আবাহনী সেই ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে চায়। এই চ্যালেঞ্জে বিজয়ী হওয়া কি সম্ভব? এএফসি ক্লাব কাপে ‘ই’ গ্রুপে চার দলই তিনটি করে ম্যাচ খেলেছে। ভারতের চেন্নাই এএফসি ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ঢাকা আবাহনী ৪ পয়েন্টে দ্বিতীয়, মিনার্ভা পাঞ্জাব ৩ পয়েন্টে তৃতীয় ও নেপালের মানাং মার্সিয়াংদি ১ পয়েন্ট নিয়ে সবার নিচে। আবাহনী নেপালের মাটিতে মানাংকে হারালেও ঢাকায় পাঞ্জাবের বিপক্ষে ড্র করে। আহমেদাবাদে চেন্নাইয়ের কাছে হার মানে। ১৫ মে চেন্নাইয়ের সঙ্গে ঘরের মাঠে লড়বে আবাহনী। পরবর্তী রাউন্ডে খেলার আশা জিইয়ে রাখতে এই ম্যাচে নাবীব নেওয়াজ জীবনদের জিততেই হবে। হারলে সম্ভাবনা শেষ। ড্র করলে আশা টিকে থাকবে। কিন্তু ১৯ জুন ঘরের মাঠে মানাং ও ২৬ জুন পাঞ্জাবের মাঠে মিনার্ভাকে হারাতে হবে। এই অবস্থায় কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি আবাহনী।

সর্বশেষ খবর