রবিবার, ১২ মে, ২০১৯ ০০:০০ টা

ম্যানসিটি না লিভারপুল?

রাশেদুর রহমান

ম্যানসিটি না লিভারপুল?

ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাস বলছে, লিভারপুলেরই চ্যাম্পিয়ন হওয়া উচিত। অতীতে লিগে লিভারপুলের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৯০ পয়েন্ট। এরচেয়ে কম পয়েন্ট নিয়েও অলরেডরা লিগে ১৮বার চ্যাম্পিয়ন হয়েছে। সেই হিসেবে এবার তো এরই মধ্যে চ্যাম্পিয়ন তারা (৩৭ ম্যাচে ৮৪ পয়েন্ট)! কিন্তু পেপ গার্ডিওলার দল দুর্দান্ত এক রেকর্ড গত মৌসুমেই করেছে। ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম দল হিসেবে ১০০ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। চলতি মৌসুমেও রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেছে দলটা। আজ জিতলেই ৯৮ পয়েন্ট সংগ্রহ করবে ম্যানসিটি। সেক্ষেত্রে লিভারপুল নিজেদের ইতিহাসের সেরা পারফরম্যান্স দেখিয়েও লিগ শিরোপা ঘরে তুলতে না পারার দুঃখ নিয়ে মৌসুম শেষ করবে। ইংলিশ প্রিমিয়ার লিগের শেষদিন আজ। অন্যান্য ইউরোপিয়ান লিগগুলোতে আগেই চ্যাম্পিয়ন দল নিশ্চিত হলেও ইংলিশ লিগে এখনো চ্যাম্পিয়ন দলের নাম জানা বাকি। শেষ দিনের লড়াইয়েই নিশ্চিত হবে চ্যাম্পিয়ন দল। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি নাকি এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে থাকা লিভারপুল! শেষদিনে ম্যানসিটি মুখোমুখি হচ্ছে ব্রাইটনের। অন্যদিকে লিভারপুল খেলবে উলভারহ্যাম্পটনের বিপক্ষে।

টানা দ্বিতীয়বারের মতো ইংলিশ লিগ জয়ের হাতছানি ম্যানচেস্টার সিটির সামনে। আজ ব্রাইটনের বিপক্ষে জিতলেই চ্যাম্পিয়ন হবে পেপ গার্ডিওলার দল। ২০০৮-০৯ মৌসুমের পর ইংলিশ লিগে কোনো দলই টানা দুবার চ্যাম্পিয়ন হতে পারেনি। সেবার টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানসিটির সামনে দারুণ এক সুযোগ অপেক্ষা করছে। তবে ‘মিরাকলে’র অপেক্ষায় আছেন লিভারপুল কোচ জার্গেন ক্লপ। তিনি বলেন, ‘গত সপ্তাহে অনেকেই হয়তো ভেবেছিল, আমরা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে পারব না। এজন্য লিগ না জেতাটাও খুব একটা দুঃখের নয়। কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল নিশ্চিত করেছি। আর লিগের ব্যাপারে দুঃখটা রয়েই গেল।’ তবে আশা ছাড়ছেন না লিভারপুল কোচ।

তিনি বলছেন, ‘আমরা যা করতে পারি তা হলো নিজেদের ম্যাচটা জেতা। বাকিটা ভাগ্যের ওপর।’ পেপ গার্ডিওলা অবশ্য লিভারপুল কিংবা মিডিয়ার আলোচনায় মনোযোগ দিচ্ছেন না। তিনি শিষ্যদের বলেছেন, ‘তোমাদের হাতে সুযোগ আছে। সেটাকে কাজে লাগিয়ে চ্যাম্পিয়ন হও।’ ব্রাইটনের বিপক্ষে জিতলে পেপ গার্ডিওলার দলকে আর কোনো দিকে তাকাতে হবে না। ষষ্ঠ প্রিমিয়ার লিগ জিতে চেলসির সমান্তরালে পৌঁছে যাবে ম্যানচেস্টার সিটি।

চ্যাম্পিয়ন যারাই হোক, ইংলিশ লিগে দর্শকরা ইতিহাসের সেরা লড়াইটাই দেখল এবার। ইংলিশ লিগে শীর্ষ দুই দলের ৯০’র ওপর পয়েন্ট সংগ্রহ করা বিরল ঘটনাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর