সোমবার, ১৩ মে, ২০১৯ ০০:০০ টা

পোচেত্তিনোর হুংকার

ক্রীড়া ডেস্ক

পোচেত্তিনোর হুংকার

মরিসিও রবার্তো পোচেত্তিনো। ইংলিশ ক্লাব টটেনহ্যামের ৪৭ বছর বয়সী আর্জেন্টাইন কোচ। খেলোয়াড়ি জীবনে পিএসজি ও এসপানিওলের মতো ক্লাবে খেলেছেন। আর্জেন্টিনার জার্সিতেও কয়েক বছর টিকে ছিলেন। তবে ভালো কোচ হতে হলে যে ভালো খেলোয়াড় হওয়ার প্রয়োজন নেই তার জ্বলজ্যান্ত উদাহরণ পোচেত্তিনো। টটেনহ্যামে কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে। সফলতা বলতে গেলে নেই। তবে নতুন করে তাকে নিয়ে ভাবতে শুরু করেছেন ভক্তরা। দুর্দান্ত একটা দল গড়ে তুলেছেন। ইংলিশ লিগে নিয়মিতই শীর্ষ চারে থাকছে তার দল। কিন্তু তারপরও গড়পড়তা দল হিসেবেই টটেনহ্যামের নাম নেওয়া হয়। চ্যাম্পিয়ন হতে গেলে যেসব উপকরণ প্রয়োজন, এসব নাকি নেই দলটার। এ কারণে হুমকি দিয়ে রাখলেন মরিসিও পোচেত্তিনো। ‘আমি কাজ ভালোবাসি। টটেনহ্যামকে ভালোবাসি। কিন্তু পাঁচ বছর পর মনে হচ্ছে কিসের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাকে জানতে হবে লক্ষ্যটা কী? আমরা কী অর্জন করতে চাই?’ পোচেত্তিনো কেবল ফাইনাল খেলে আর লিগের শীর্ষ চারে  থেকেই সন্তুষ্ট থাকতে রাজি নন। তিনি চ্যাম্পিয়ন হতে চান। এজন্য দল গঠন করতে হবে চ্যাম্পিয়ন হওয়ার মতো। ক্লাবের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। টটেনহ্যামকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তুলেছেন পোচেত্তিনো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর