সোমবার, ১৩ মে, ২০১৯ ০০:০০ টা

মুম্বাইয়ের চতুর্থ শিরোপা

মুম্বাইয়ের চতুর্থ শিরোপা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চতুর্থ শিরোপা ঘরে তুলল মুম্বাই ইন্ডিয়ানস। গতকাল ফাইনালে তারা মাহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসকে ১ রানে হারিয়েছে। প্রথমে ব্যাটিংয়ে নেমে মুম্বাই ইন্ডিয়ানস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন পোলার্ড। এছাড়াও ডি কক ২৯, কিষাণ ২৩ এবং পান্ডে ১৬ রান করেন। চেন্নাইয়ের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন চাহার। লো স্কোরিং ফাইনাল দেখে অনেকেই ধোনির দলের হাতে শিরোপা দেখছিলেন। ব্যাটিংয়ে নেমে তারা জয়ের পথেই ছুটছিল। তবে শেষদিকের নাটকীয়তায় জিতে যায় মুম্বাই ইন্ডিয়ানস। চেন্নাইয়ের পক্ষে ওয়াটসন ৮০ রান করেও দলকে জেতাতে পারেননি। ওয়াটসন ছাড়া দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন ফাফ ডু প্লেসিস। এমনকি অধিনায়ক ধোনিও ২ রানে সাজঘরে ফেরেন। ৭ উইকেট হারিয়ে ১৪৮ রান করেই থেমে যায় চেন্নাইয়ের ইনিংস। এ জয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চতুর্থ শিরোপা ঘরে তুলল মুম্বাই ইন্ডিয়ানস। এর আগে তারা ২০১৩, ২০১৫ ও ২০১৭ সালে আইপিএল জয় করেছে। চেন্নাই সুপার কিংস ২০১০, ২০১১ ও ২০১৮ সালে আইপিএল ঘরে তুলেছে। ধোনির কারিশমায় এবারেও তাদের পাল্লা ভারি বলেই মনে করেছিলেন অনেকে। তবে ম্যাজিক্যাল ফাইনালটা জিতল মুম্বাই ইন্ডিয়ানস।

সর্বশেষ খবর