সোমবার, ১৩ মে, ২০১৯ ০০:০০ টা

চ্যাম্পিয়ন ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়ন ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ একটা মৌসুম দেখলেন দর্শকরা। মৌসুমজুড়ে ম্যানসিটি-লিভারপুলের ইঁদুর- বেড়াল দৌড় শেষ হলো গতকাল। অবশেষে শিরোপার স্পর্শ পেল ম্যানসিটিই। লিভারপুলকে হতাশায় ডুবিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইংলিশ লিগ ঘরে তুলল পেপ গার্ডিওলার ম্যানচেস্টার সিটি। গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগে ছিল মৌসুমের শেষ রাত। ম্যানসিটির প্রতিপক্ষ ব্রাইটন। লিভারপুলের প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন। সমীকরণ ছিল, ম্যানসিটি জিতলেই চ্যাম্পিয়ন। ম্যানসিটি পয়েন্ট হারালে অন্যদিকে নিজেদের ম্যাচে জিতলে লিভারপুল চ্যাম্পিয়ন। এমন সমীকরণ নিয়ে খেলতে নেমে আর পেছনে ফিরে তাকায়নি ম্যানসিটি। ব্রাইটনের বিপক্ষে ম্যাচটা জিতল তারা ৪-১ গোলে। গ্লেন মুরের গোলে ম্যাচের ২৭ মিনিটেই এগিয়ে যায় ব্রাইটন। সার্জিও আগুয়েরো অবশ্য এক মিনিট পরই সমতায় ফেরান ম্যানসিটিকে। এরপর লাপোর্তে (৩৮), রিয়াদ মাহরিজ (৬৩) এবং গুনডোগুনের (৭২) গোলে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি। আর পেপ গার্ডিওলার দল মহা উল্লাসে  মেতে ওঠে। লিভারপুলও নিজেদের শেষ সুযোগটাকে ভালোভাবেই কাজে লাগানোর চেষ্টা করেছে। স্যাডিও মানের ডাবলে (১৭ ও ৮১) উলভারহ্যাম্পটনকে ভালোভাবেই হারিয়েছে লিভারপুল। তবে নিজেদের ইতিহাসের সেরা মৌসুম কাটিয়েও লিগ শিরোপা জিততে পারল না লিভারপুল। ৩৮ ম্যাচে ৯৭ পয়েন্ট সংগ্রহ করেছে অলরেডরা। ম্যানসিটি সমান ম্যাচে সংগ্রহ করেছে ৯৮ পয়েন্ট।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর