শুক্রবার, ১৭ মে, ২০১৯ ০০:০০ টা

কষ্টের ৬ ফাইনাল

প্রথম ফাইনাল

ত্রিদেশীয় সিরিজ (১৬ জানুয়ারি, ২০০৯)

প্রথমবার ফাইনাল খেলতে নেমেই চ্যাম্পিয়ন হতে পারত বাংলাদেশ। কিন্তু সাঙ্গাকারা, মাহরুফ ও মুরালিধরনের ব্যাটিং দৃঢ়তায় স্বপ্ন ভঙ্গ হয় টাইগারদের। মিরপুরে অনুষ্ঠিত ফাইনালে শ্রীলঙ্কার ৬ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে ছিল। তারপরও জিততে পারেনি বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ১৫২/১০, ৪৯.৪ ওভার (রকিবুল ৪৩*, মাহমুদুল্লাহ ২৬)।

শ্রীলঙ্কা : ১৫৩/৮, ৪৮.১ ওভার (সাঙ্গাকারা ৫৯, মাহরুফ ৩৮*, মুরালিধরন ৩৩*)।

ফল : শ্রীলঙ্কা ২ উইকেটে জয়ী।

 

দ্বিতীয় ফাইনাল

এশিয়া কাপ ( ২২ মার্চ, ২০১২)

১৯৮৬ সাল থেকে এশিয়া কাপ খেললেও বাংলাদেশ প্রথমবার ফাইনালে ওঠে ২০১২তে। শেষ বলের নাটকীয়তায় পাকিস্তানের কাছে মাত্র ২ রানে হেরে যায় টাইগাররা। কান্নায় ভেঙে পড়েন সাকিব-মুশফিকরা। ক্রিকেটারদের কান্নার ছবিটি ভাইরাল হয়েছিল গোটা দেশে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ২৩৪/৮, ৫০ ওভার (সাকিব ৬৮, তামিম ৬০; চিমা ৩/৪৬)।

পাকিস্তান : ২৩৬/৯, ৫০ ওভার ( মাশরাফি ২/৪৮, রাজ্জাক ২/২৬, সাকিব ২/৩৯)।

ফল : পাকিস্তান ২ রানে জয়ী।

 

তৃতীয় ফাইনাল

এশিয়া কাপ (৬ মার্চ, ২০১৬)

টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে বদলে যায় এশিয়া কাপের ফরম্যাট। ৫০ ওভারের জায়গায় প্রথমবারের মতো ২০ ওভারে ম্যাচ অনুষ্ঠিত হয়। নতুন ফরম্যাটের টুর্নামেন্টে ফাইনালে ওঠে বাংলাদেশ। কিন্তু ভারতের সঙ্গে  লড়াই করতে পারেনি। হেরে যায় সহজেই।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ :  ১২০/৫, ২০ ওভার ( মাহমুদুল্লাহ ৩৩*, সাব্বির ৩২*)।

ভারত : ১২২/২, ১৩.৫ ওভার (ধাওয়ান ৬০*)।

ফল : ভারত ৮ উইকেটে জয়ী

 

চতুর্থ ফাইনাল

ত্রিদেশীয় সিরিজ (২৭ জানুয়ারি, ২০১৮)

হাতুরাসিংহে কোচের দায়িত্ব ছেড়ে দিলে যেন অভিভাবকশূন্য হয়ে পড়ে বাংলাদেশ ক্রিকেট দল। সেই হাতুরাসিংহেই আবার শ্রীলঙ্কার কোচ হয়ে ঢাকায় পা রাখেন। তিন জাতির টুর্নামেন্টটির আবেদন বেড়ে যায় হু হু করে। টুর্নামেন্টটিতে দারুণ শুরুর পরও ফাইনালে প্রতিরোধ গড়তে পারেনি টাইগাররা। শ্রীলঙ্কার কাছে ফাইনালে হেরে যায় বড় ব্যবধানে।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা : ২২১/১০, ৫০ ওভার ( রুবেল ৪/৪৬)

বাংলাদেশ : ১৪২/১০, ৪২.১ ওভার (মাহমুদুল্লাহ ৭৬)।

ফল : শ্রীলঙ্কা ৭৯ রানে জয়ী

 

পঞ্চম ফাইনাল

নিদাহাস টুর্নামেন্ট ( ১৮ মার্চ, ২০১৮)

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস টি-২০ টুর্নামেন্টে সাকিবের নেতৃত্বে আন্ডারডগ ছিল বাংলাদেশ। কিন্তু দুরন্ত ক্রিকেট খেলে জায়গা করে নেয় ফাইনালে। কিন্তু শেষ বলের ছক্কায় স্বপ্নভঙ্গ হয় টাইগারদের। ভারতীয় ব্যাটসম্যান দিনেশ কার্তিকের ব্যাটিংয়ের কাছে হেরে যায় বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ১৬৮/৮, ২০ ওভার (সাব্বির রহমান ৭৭)।

ভারত : ১৬৮/৬, ২০ ওভার (দিনেশ কার্তিক ২৯*(৮), রোহিত ৫৬)।

ফল : ভারত ৪ উইকেটে জয়ী

 

ষষ্ঠ ফাইনাল

এশিয়া কাপ (২৮ সেপ্টেম্বর, ২০১৮)

অনেকদিন পর দুবাইয়ে বসে এশিয়া কাপের আসর। ছয় জাতির টুর্নামেন্টে অসাধারণ ক্রিকেট খেলে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। এশিয়া কাপের গত চার আসরে তৃতীয়বারের মতো ফাইনাল খেলে টাইগাররা। ২০১৮ সালে তৃতীয়বারের মতো ফাইনাল খেলে। এবারও হেরে যায় শেষ ওভারের নাটকীয়তায়। ভারতের কাছে হেরে আবারও স্বপ্ন ভঙ্গ হয় মাশরাফিদের।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ২২২/১০, ৪৮.৩ ওভার ( লিটন ১২১, সৌম্য ৩৭)।

ভারত : ২২৩/৭, ৫০ ওভার ( রোহিত ৪৮, দিনেশ ৩৭)।

ফল : ভারত ৩ উইকেটে জয়ী

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর