শনিবার, ১৮ মে, ২০১৯ ০০:০০ টা

বিশ্বকাপে আতহারের ‘অভিষেক’

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপে আতহারের ‘অভিষেক’

ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হয়নি আতহার আলী খানের। তবে এবার ধারাভাষ্যকার হিসেবে ইংল্যান্ড বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে তার। বিশ্বকাপে ধারাভাষ্যকারের ২৪ জনের তালিকা করেছে আইসিসি। তাতে আছেন বাংলাদেশের আতহার আলী খানও। জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর থেকেই ধারাভাষ্য পেশায় জড়িয়ে পড়েন আতহার আলী খান। আন্তর্জাতিক ম্যাচে নিয়মিত ধারাভাষ্য দিচ্ছেন। ২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ধারাভাষ্য দিয়েছেন। কিন্তু বিশ্বকাপে কখনই ধারাভাষ্য দেওয়া হয়নি। তবে এবার বিশ্বকাপে দেখা যাবে আতহারকে।

বাংলাদেশের এই সাবেক ক্রিকেটার ছাড়াও তালিকায় আছেন সৌরভ গাঙ্গুলি, ওয়াসিম আকরাম, কুমার সাঙ্গাকারা, গ্রায়েম স্মিথ, নাসের হুসেইন, রমিজ রাজা, মাইকেল ক্লার্ক, ইয়ান বিশপ, সাইমন ডল, পমি এমবাঙ্গওয়া, সঞ্জয় মাঞ্জরেকার, মেলানি জোন্স, মাইকেল স্লেটার, হার্শা ভোগলে, এলিসন মিচেল, মার্ক নিকোলাস, ব্রেন্ডন ম্যাককালাম, শন পলক, ইশা গুহা, ইয়ান ওয়ার্ড, মাইকেল হোল্ডিং, মাইকেল এথারটন ও ইয়ান স্মিথ।

সর্বশেষ খবর