শনিবার, ১৮ মে, ২০১৯ ০০:০০ টা

ভক্তরা ক্রিকেট চালিয়ে যেতে বলেন : গেইল

আইসিসি

ভক্তরা ক্রিকেট চালিয়ে যেতে বলেন : গেইল

ক্রিস গেইলের আন্তর্জাতিক ক্যারিয়ার দুই দশকের। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে তার অভিষেক হয়েছিল ১৯৯৯ সালে। সম্প্রতি ঘোষণা দিয়েছেন, ২০১৯ সালের বিশ্বকাপের পরই তিনি উইন্ডিজের ওয়ানডে জার্সিতে আর খেলবেন না।

বর্ণাঢ্য ক্যারিয়ার সমাপ্তির পথে বলেই যেন কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছেন ক্যারিবীয় এই মারকুটে ব্যাটসম্যান, ‘সময় কত দ্রুত চলে যায়!’ গেইল বলেন, ‘আমার এর পরের বিশ্বকাপে আর খেলার প্রত্যাশা নেই। এই সময়ে আমি অনেক সম্মান পেয়েছি। শেষ দুই বছর আমি ফিটনেসের জন্য কঠোর পরিশ্রম করেছি। ভক্তরা চান, আমি আরও অনেক দিন ক্রিকেট চালিয়ে যাই, অন্তত যত দিন আমার সামর্থ্য থাকে।’

ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর গেইল আরও উজ্জ্বল হয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেছেন এই ক্যারিবীয় ওপেনার। চার ম্যাচে তার চারটি ইনিংস ১৩৫, ৫০, ১৬২ ও ৭৭। শেষ পাঁচ ম্যাচে হাফ সেঞ্চুরির নিচে কোনো স্কোরই নেই তার। এই ফর্ম যদি বিশ্বকাপেও থাকে তাহলে হয়তো অন্যরকম কিছু ঘটিয়ে দিতে পারে ওয়েস্ট ইন্ডিজ। ভক্তদের উদ্দেশে গেইল বলেন, ‘আমি কোনো মিথ্যা বলতে চাই না। সম্ভবত কয়েক বছর আগেই আমার অবসর নেওয়ার সময় পার হয়ে গেছে। অথচ এখনো তারা বলছে, চলে যেও না।’

সর্বশেষ খবর