রবিবার, ১৯ মে, ২০১৯ ০০:০০ টা

দেশে ফিরেছেন মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক

দেশে ফিরেছেন মাশরাফি

ট্রফি হাতে হাসছেন মাশরাফি। প্রাণখোলা হাসির ছবিটি সোনার ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো! ডাবলিনে তিন জাতির টুর্নামেন্টের ফাইনালের ট্রফি হাতে হাসছেন টাইগার অধিনায়ক। তার হাসির সঙ্গী লাল-সবুজ পতাকার ১৮ কোটি বাংলাদেশি। মাশরাফির হাত ধরেই প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতেছে টেস্ট খেলুড়ে বাংলাদেশ। ডাবলিনে স্বপ্ন পূরণের ফাইনালে টাইগাররা হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। শিরোপার স্বপ্ন পূরণ শেষে বাংলাদেশ এখন অপেক্ষায় বিশ্বকাপ ক্রিকেটের। গতকাল ডাবলিন ছেড়ে আবাস গেড়েছে লন্ডনে। মাশরাফিদের বিশ্বকাপ মিশন শুরু ২ জুন দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে। দল যখন লন্ডনে। তখন গতকাল রাত ১১ টায় ঢাকায় ফিরেছেন মাশরাফি। এসেছেন পরিবারের সঙ্গে সময় কাটাতে। ২৩ মে পুনরায় ফিরে যাবেন লন্ডন। ক্রিকেট খেলতে দীর্ঘ ৫০ দিন দেশের বাইরে থাকবেন বলেই মাশরাফি দেশে ফিরেছেন। তিন জাতির টুর্নামেন্টের ৪ ম্যাচ খেললেও ব্যাট হাতে নামেননি। ৩৪ ওভার বোলিং করে রান দিয়েছেন ১৮৪ এবং উইকেট নিয়েছেন ৬টি। সেরা বোলিং ৪৯ রানে ৩ উইকেট। ২০৯ ওয়ানডেতে মাশরাফির রান ১৭৪১ এবং উইকেট ২৬৫টি।

সর্বশেষ খবর