রবিবার, ১৯ মে, ২০১৯ ০০:০০ টা

বসুন্ধরা আবাহনীর এগিয়ে যাওয়ার লড়াই

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা আবাহনীর এগিয়ে যাওয়ার লড়াই

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ১৪তম রাউন্ড চলছে। কে চ্যাম্পিয়ন হবে তা বলাটা এখন নিত্যান্ত হাস্যকর। তবুও আজকের ম্যাচের গুরুত্ব অনেক। অঘোষিত ফাইনাল বললেও ভুল হবে না। যারা জিতবে শিরোপার রাস্তা অনেকটাই তাদের পরিষ্কার হয়ে যাবে। এগিয়ে যাবে অনেক দূর। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যায় মুখোমুখি হবে ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস। চলতি লিগে কিংসই একমাত্র দল কোনো ম্যাচে হারেনি। প্রথম পর্বে টিম বিজেএমসির সঙ্গে শুধু ড্র করেছে। ১৩ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে নবাগত বসুন্ধরা কিংস। অন্যদিকে ঢাকা আবাহনীর সংগ্রহ ৩৩। তবে শেখ রাসেলও ৩৩ পয়েন্ট অ্যাকাউন্টে জমা রেখেছে এক ম্যাচ বেশি খেলে।

আবাহনীর চেয়ে চার পয়েন্টে এগিয়ে রয়েছে বসুন্ধরা। আজ জিতলে সাত পয়েন্টে এগিয়ে যাবে। এতে করে তারা শিরোপার রাস্তা অনেকটাই পরিষ্কার করে ফেলবে। এতেও নিশ্চিত থাকা যাবে না। কেননা দুই ম্যাচ হারলেই রাস্তাটা আবার পিচ্ছিল হয়ে যাবে। শিরোপার জন্য আজকের ম্যাচটি কতটা যে গুরুত্বপূর্ণ তা দুদলই জানে। আবাহনী হ্যাটট্রিক মিশনে নেমেছে। তারা জানে ম্যাচ হারা মানে বড় সর্বনাশ হয়ে যাওয়া। ড্র নয়, ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতায় আসতে হলে আবাহনীর জয় ছাড়া কোনো পথ নেই। শীর্ষে উঠবে না ঠিকই, তখন দুই দলের পয়েন্টের ব্যবধান দাঁড়াবে মাত্র এক। শিরোপা লড়াই তখন আরও জমজমাট হয়ে উঠবে।

হাইভোল্টেজ ম্যাচে জিতবে কে? আবাহনী না বসুন্ধরা কিংস। প্রথম পর্বে নীলফামারী নিজ ভেন্যুতে কিংস ৩-০ গোলে আবাহনীকে বিধ্বস্ত করেছিল। শক্তির বিচারে আজও ফেবারিট কিংস। তবে আবাহনীও উজ্জীবিত হয়ে মাঠে নামবে। গত বুধবার বেশ কজন ইনজুরি থাকার পরও এএফসি কাপে চেন্নাই এএফসির বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে। যা শক্তির টনিক হিসেবে কাজ করবে। বসুন্ধরা কিংসও দ্বিতীয় পর্বটা শুরু করেছে দারুণভাবে। শেখ জামালকে ৩-১ গোলে পরাজিত করে। তাছাড়া আজই প্রথমবারের মতো মাঠে নামতে পারেন ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাকোর উইলি প্লাজা। আই লিগে যিনি সর্বোচ্চ গোলদাতা। এতে করে কিংসের আক্রমণভাগের শক্তি বাড়বে। তারপরও চোখ থাকবে কলিনড্রেস ও সানডের ওপর। দুদলের মূল ভরসা তারাই।

সর্বশেষ খবর