রবিবার, ১৯ মে, ২০১৯ ০০:০০ টা

শেষ হচ্ছে বার্সা রিয়ালের মৌসুম

ক্রীড়া ডেস্ক

স্প্যানিশ লা লিগায় কয়েক সপ্তাহ আগেই শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। কাতালানরা ২৬তম লিগ শিরোপা ঘরে তুলেছে। অবশ্য এখনো ৩৩টি লিগ শিরোপা জিতে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদই। তবে লস ব্ল্যাঙ্কোসদের জন্য এবারের মৌসুমটা মোটেও সুখকর হলো না। জয়-পরাজয়ের হিসেবে দুই দশকের মধ্যে সবচেয়ে বাজে মৌসুম কাটাল তারা। ১৯৯৮-৯৯ মৌসুমে রিয়াল মাদ্রিদ লিগে ১২টি ম্যাচ হেরেছিল। এবার ১১টিতে হেরেছে এরই মধ্যে। আজ শেষ ম্যাচে রিয়াল বেটিসের বিপক্ষে হারলেই নিজেদের ইতিহাসের দ্বিতীয় বাজে মৌসুম কাটবে রিয়ালের। লিগে সর্বোচ্চ ১৩টি ম্যাচে হেরেছে রিয়াল মাদ্রিদ ১৯৭৩-৭৪ মৌসুমে। পয়েন্টের দিক দিয়েও বাজে একটা মৌসুম যাচ্ছে রিয়ালের। ৩৭ ম্যাচে ৬৮ পয়েন্ট সংগ্রহ করে তারা তিন নম্বরে অবস্থান করছে। আজ জিতলে ৭১ পয়েন্ট হবে। আর পয়েন্ট হারালে ২০০১-০২ মৌসুমের পর সবচেয়ে বাজে মৌসুম কাটবে লস ব্ল্যাঙ্কোসদের। সেবার ৬৬ পয়েন্ট সংগ্রহ করেছিল। এরপর আর কোনো মৌসুমেই ৭০’র কম পয়েন্ট সংগ্রহ করেনি রিয়াল মাদ্রিদ। এদিকে লা লিগায় এরই মধ্যে চ্যাম্পিয়ন বার্সেলোনাও শেষ ম্যাচ খেলতে নামছে আজ। প্রতিপক্ষ এইবার। ৩৭ ম্যাচে ৮৬ পয়েন্ট সংগ্রহ করেছে কাতালানরা।

সর্বশেষ খবর