রবিবার, ১৯ মে, ২০১৯ ০০:০০ টা

দায়িত্ব ছাড়ছেন রোনালদোদের কোচ

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের হ্যাটট্রিক শিরোপা জেতার পর জিনেদিন জিদান হঠাৎ দায়িত্ব ছেড়েছিলেন রিয়াল মাদ্রিদের। এবার সেই পথে হাঁটতে যাচ্ছেন ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি। সামনের মৌসুম থেকে আলেগ্রিকে আর ডাগ আউটে দেখা যাবে না। দেখা যাবে না রোনালদো, দিবালাদের দায়িত্ব পালনে। পরশু আনুষ্ঠানিকভাবে জানিয়েছে জুভেন্টাস। ইতালিয়ান ক্লাবটির সবচেয়ে সফল কোচের একজন আলেগ্রি। গত ৫ বছরে তিনি জুভেন্টাসকে পাঁচবার সিরি-এ, চারবার কোপা ইতালিয়া ও দুবার সুপার কাপ উপহার দিয়েছেন। তারপরও নিজেকে সফল বলতে রাজি নন। কারণ, তিনি ইউরোপা কিংবা চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জিততে পারেননি। তার কোচিংয়ে জুভরা দুবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেও রানার্স আপে সন্তুষ্ট থেকেছে। এবার বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। জুভেন্টাস থেকে সরে দাঁড়ানোর পর এক বছর পরিবারের সঙ্গে সময় কাটাবেন। তার বিষয়ে আগ্রহী বার্সেলোনা, পিএসজি, চেলসির মতো বড় বড় ক্লাবগুলো। এদিকে নতুন কোচ হিসেবে জুভেন্টাসের নজর ম্যানচেস্টার সিটির পেপ গার্ডিওলার দিকে।

সর্বশেষ খবর