শিরোনাম
রবিবার, ১৯ মে, ২০১৯ ০০:০০ টা

ট্রেবল জিতে ম্যানসিটির ইতিহাস

লিগ কাপ, ইংলিশ প্রিমিয়ার লিগের পর এফএ কাপে চ্যাম্পিয়ন হয়ে নতুন ইতিহাস গড়ল ম্যানচেস্টার সিটি। গতকাল ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে রাহিম স্টার্লিংয়ের হ্যাটট্রিকে ৬-০ গোলে ওয়াটফোর্ডকে হারিয়ে এ কৃতিত্ব অর্জন করে দলটি। ইংলিশ ফুটবলে ম্যানসিটি একমাত্র দল যারা এক মৌসুমে ঘরোয়া আসরে তিনটিতেই শিরোপা জিতল। ৩৮ মিনিটে ইংলিশ মিডফিল্ডার স্টার্লিং তার প্রথম গোলটি করেন। শেষের ছয় মিনিটে আরও দুবার জাল স্পর্শ করে তিনি তার হ্যাটট্রিক পূরণ করেন। তবে দলের হয়ে প্রথম গোলটি করেন ডেভিড সিলভা। ৬১ মিনিটে কেভিন ও ৬৮ মিনিটে জেসুস গোল করেন। এফএ কাপে ম্যানসিটির এটি ষষ্ঠ শিরোপা। ২০১০-১১ মৌসুমে তারা শেষবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল। বিজয়ের নায়ক স্টার্লিং বলেন, ‘আমি নিশ্চিত ছিলাম আমরাই চ্যাম্পিয়ন হব। তবে এত সহজভাবে জিতব ভাবিনি। সত্যি কথা বলতে কি, ইতিহাস গড়তে আমরা প্রতিজ্ঞা করেই মাঠে নেমেছিলাম।

সবাই ভালো খেলেছে এজন্য ট্রেবল জেতা সম্ভব হয়েছে।’

সর্বশেষ খবর