শিরোনাম
বুধবার, ২২ মে, ২০১৯ ০০:০০ টা

শচীনের হাতে শিরোপা

শচীনের হাতে শিরোপা

ক্রিকেট ইতিহাসের সেরা তারকা শচীন টেন্ডুলকার। কিন্তু বিশ্বকাপ যেন তার কাছে সোনার হরিণ হয়ে উঠেছিল। ২০১১ সালে নিজ দেশে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামেন তিনি। ভারতীয় দলে শোর ওঠে ‘শচীনের জন্য বিশ্বকাপ’। ধোনির এই মন্ত্রে উদ্দীপ্ত হয়ে নিজেদের মেলে ধরেন যুবরাজ-জহির খানরা। ব্যাট-বলে আলো ছড়িয়ে টুর্নামেন্ট সেরা হন যুবরাজ। শচীন টেন্ডুলকার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা নিজের করে নিতে সর্বোচ্চ চেষ্টাই করেন। ৯ ম্যাচে ৪৮২ রান করে দুইয়ে থাকেন তিনি। ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে শিরোপা জিতেই ঘরে ফেরেন তিনি। ক্রিকেট ইতিহাসের সেরা তারকাকে বিশ্বকাপ শূন্য থাকতে হলো না। অসংখ্য রেকর্ডের পাশাপাশি তার নামের পাশে বিশ্বকাপ শিরোপাটাও লেখা হয়ে গেল।

 

চ্যাম্পিয়ন ভারত রানার্সআপ শ্রীলঙ্কা

অংশগ্রহণকারী দল : ১৪টি

মোট ম্যাচ : ৪৯টি

ম্যান অব দ্য ফাইনাল : মাহেন্দ্র সিং ধোনি, ভারত।

ম্যান অব দ্য সিরিজ : যুবরাজ সিং, ভারত।

দলীয় সর্বোচ্চ : ৩৭০/৪ ভারত, প্রতিপক্ষ বাংলাদেশ।

দলীয় সর্বনিম্ন : ৫৮ বাংলাদেশ, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।

সর্বোচ্চ ব্যক্তিগত রান : ৫০০ রান, তিলকারতেœ দিলশান।

সর্বোচ্চ উইকেট শিকার : ২১টি, শহীদ আফ্রিদি, পাকিস্তান ও ২১টি, জহির খান, ভারত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর