বুধবার, ২২ মে, ২০১৯ ০০:০০ টা

টুকি টাকি

টুকি টাকি

মাঠেই মৃত্যু রেফারির

মাঠেই লুটিয়ে পড়লেন এক ফুটবল রেফারি। অচেতন এই রেফারিকে হাসপাতালে নেওয়ার পর জানা গেল তিনি আর এ জগতে নেই। ঘটনাটি বলিভিয়ার প্রিমিয়ার লিগে। অলওয়েজ রেডি এবং অরিয়েন্ট পেট্রোলেরো ক্লাবের মধ্যকার ম্যাচে রেফারির দায়িত্ব পালন করছিলেন ভিক্টর হুগো হুরতাদো। সমুদ্র পৃষ্ঠের চেয়ে ৪১৫০ মিটার উঁচুতে অবস্থিত অ্যালটো মিউনিসিপ্যাল স্টেডিয়ামে দায়িত্ব পালনের সময় ৩২ বছর বয়সী ভিক্টর ম্যাচের ৪৭ মিনিটে লুটিয়ে পড়েন। এরপর অক্সিজেন ট্যাঙ্ক মাঠে এনে তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করেন চিকিৎসকরা। অবস্থা আরও খারাপ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বার্সার কোচ হতে চান জাভি

বার্সেলোনায় দীর্ঘ ক্যারিয়ার শেষ করে কাতারি ক্লাব আল সাদে পাড়ি জমিয়েছিলেন জাভি হার্নান্দেজ। এবার সেই ক্লাবকেও বিদায় জানালেন। আন্তর্জাতিক ফুটবল ছেড়েছেন বহু আগে। এবার ক্লাব ক্যারিয়ারকেও বিদায় বললেন তিনি। ২০ বছর ৯ মাস ২ দিনের ক্যারিয়ার শেষ করলেন জাভি। আল সাদের জার্সিতে খেললেন পার্সেপোলিসের বিপক্ষে। বার্সেলোনায় ২৫টি এবং আল সাদে ৪টি শিরোপা জিতেছেন জাভি। এবার বার্সেলোনার কোচ হতে চান তিনি। জাভি বলেন, ‘এবার আমার স্বপ্ন বার্সেলোনার কোচ হওয়া।’ খুব দ্রুতই এই ভূমিকায় দেখা যেতে পারে জাভি হার্নান্দেজকে!

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর