বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯ ০০:০০ টা

লারা বলছেন নতুন চ্যাম্পিয়ন

লারা বলছেন নতুন চ্যাম্পিয়ন

বিশ্বকাপ ক্রিকেটে অনেকদিন ধরে নতুন চ্যাম্পিয়নের দেখা মিলছে না। ১৯৯৬ সালে শ্রীলঙ্কা চ্যাম্পিয়নের পর স্বপ্নের এই ট্রফি পুরনোদের মধ্যে বন্দী। কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারার মতে এবার যে ফরম্যটে বিশ্বকাপ হচ্ছে তাতে লড়াইটা হবে কঠিন। লিগভিত্তিক বলে সবাই সবার সঙ্গে খেলবে। অনেকে ভাবছেন পদ্ধতিটা এমন হওয়ায় বড় দলের জন্য সুবিধাই হবে। গ্রুপ পর্বে দুই হারা মানে পরবর্তী রাউন্ড থেকে ছিটকে যাওয়া। কিন্তু লিগভিত্তিক বলে সেই ভয়টা নেই।

দেখা যাবে দুই ম্যাচ হেরেও সেমিফাইনাল খেলছে। লারার মতে ফেবারিটরা বিষয়টি সহজ ভাবছে কিনা জানি না। তবে আমি বলব এবার বিশ্বকাপে লড়াই হবে। এমনকি নতুন চ্যাম্পিয়নের দেখা মিলতে পারে।

সর্বশেষ খবর