বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯ ০০:০০ টা

টুকিটাকি

৩ গোলে এগিয়েও মোহামেডানের ড্র!

প্রথমার্ধে ৩ গোলে এগিয়ে থেকেও ম্যাচ জিততে পারেনি ঢাকা মোহামেডান। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৩-৩ গোলে ড্র করে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। তকলিস আহমেদ সিফাতের জোড়া গোলে প্রথমার্ধে এগিয়ে থাকে মোহামেডান। দ্বিতীয়ার্ধে সানাফ রাব্বী, শফিকুল ইসলাম ও রাব্বী ব্রাদার্সের পক্ষে ফের গোল করে ম্যাচ ড্র করে। ১৫ ম্যাচে মোহামেডান ১৩ ও ব্রাদার্স ১৪ ম্যাচে ৯ পয়েন্ট সংগ্রহ করেছে। ময়মনসিংহে আরেক ম্যাচে সাইফ ও আরামবাগ ১-১ গোলে ড্র করে। 

 

নিজেকে প্রমাণ করতে চান ওয়াহাব রিয়াজ

পাকিস্তান কোচ মিকি আর্থার পছন্দ করতেন না বলে পাকিস্তানের প্রাথমিক দলেও ছিলেন না ওয়াহাব রিয়াজ। তবে শেষ মুহূর্তে দলে যোগ হয়েছেন তিনি। এবার বিশ্বকাপে নিজেকে প্রমাণ করতে চান। ওয়াহাব রিয়াজ বলেন, ‘আমি খুবই কঠিন সময়ের মধ্যদিয়ে এসেছি। তবে এখন আর পেছন ফিরে তাকাতে চাই না। নিজেকে মেলে ধরতে চাই। সবাই মিলেই দারুণ একটা বিশ্বকাপ খেলতে চাই।’ পাকিস্তান দলে হঠাৎ করেই তিনজনকে নতুন করে নেওয়া হয়। মোহাম্মদ আমির এবং আসিফের পাশাপাশি দলে স্থান পান ওয়াহাব রিয়াজ। মূলত ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে পরাজয়ের পরই দলে পরিবর্তন আনে পাকিস্তান। বিশ্বকাপ শুরু হতে খুব একটা দেরি নেই। এ পরিবর্তন দলের জন্য কতোটা ভালো তা সময়েই জানা যাবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর