শুক্রবার, ২৪ মে, ২০১৯ ০০:০০ টা

কিংস ছুটছে কিংয়ের মতোই

ক্রীড়া প্রতিবেদক

কিংস ছুটছে কিংয়ের মতোই

গোলের পর উচ্ছ্বসিত কলিনড্রেস

স্বপ্নের শিরোপা জিততে ছুটেই চলছে বসুন্ধরা কিংস। ইতিহাস গড়ার অপেক্ষায় রয়েছে তারা। কিংস ছুটছে কিংয়ের মতোই। আগের ম্যাচে ঢাকা আবাহনীকে হারিয়ে শিরোপার পথ অনেকটা সহজ করে ফেলেছে। তবু সতর্ক কিংস কোনো অবস্থায় যেন দুর্বলদের কাছে হোঁচট না খায়। গতকাল নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে নোফেলকে ৩-১ গোলে হারিয়ে অবস্থান আরও মজবুত করেছে কিংস। ১৫ ম্যাচে ১৪ জয় আর ১ ড্রয়ে তাদের সংগ্রহ এখন ৪৩ পয়েন্ট। এই ভেন্যুতে কিংস একমাত্র ড্র করেছিল টিম বিজেএমসির বিপক্ষে। অনুপযুক্ত মাঠে স্বাগতিক নোফেল যেন বাড়তি সুবিধা নিতে না পারে সেদিকে অস্কারের শিয্যরা ছিলেন বড্ড সতর্ক। আগের ম্যাচে বড় বাধা পেরুলেও কিংস কিন্তু গতকাল সেভাবে জ্বলে উঠতে পারেনি। নোফেল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল। তা না হলে গোল পেতে কিংসকে ৪১ মিনিট পর্যন্ত অপেক্ষা হবে কেন? ড্যানিয়েল কলিনড্রেস একক প্রচেষ্টায় গোল করে দলকে এগিয়ে রাখেন। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে আবাহনীকে হারানোর নায়ক বখতিয়ার। দ্বিতীয়ার্ধে ছয় মিনিটে নোফেলের বাঙ্গুরা ব্যবধান কমালে ম্যাচে উত্তেজনা সৃষ্টি হয়। ৭৪ মিনিটে মার্কোস জালে বল পাঠালে কিংস ৩-১ গোলে জিতে মাঠ ছাড়ে। এদিকে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ঢাকা আবাহনী ৪-১ গোলে হারায় মুক্তিযোদ্ধাকে। প্রথমে পিছিয়ে ছিল আবাহনী। ফামুসা গোল করে মুক্তিযোদ্ধাকে আনন্দে ভাসালেও ২৭ মিনিটে মামুনুল সমতায় ফেরান। ৩০ মিনিটে নাবীব নেওয়াজ জীবন আবাহনীকে ২-১ গোলে এগিয়ে রাখেন। ৭২ মিনিটে পুনরায় মামুনুল ও শেষের দিকে সানডে আবাহনীর পক্ষে গোল করেন। ১৫ ম্যাচে আবাহনীর সংগ্রহ ৩৬।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর