শিরোনাম
শুক্রবার, ২৪ মে, ২০১৯ ০০:০০ টা

দলের সংখ্যা বাড়ছে না

দলের সংখ্যা বাড়ছে না

২০২২ সালে কাতারে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। ফিফার পরিকল্পনা ছিল আকর্ষণ বাড়াতে কাতারে চূড়ান্ত পর্বে দলের সংখ্যা বাড়ানো হবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছিলেন, আমরা ৩২ থেকে বাড়িয়ে দলের সংখ্যা ৪৮ করার চিন্তা-ভাবনা করছি। ২০২৬ বিশ্বকাপে চূড়ান্তপর্বে ৪৮ দল খেলবে এ সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। তবে কাতারে দলের সংখ্যা বাড়ছে না। ৩২ থাকছে। এক্ষেত্রে বড় সমস্যা হয়ে দাঁড়ায় যৌথ আয়োজন। দল বাড়লে কাতারের সঙ্গে অন্যদেশকেও আয়োজনের দায়িত্ব নিতে হতো। এত দ্রুত অন্য কাউকে রাজি করানো সম্ভব নয় বলেই শুধু কাতারেই বিশ্বকাপ হবে এবং ৩২ দলকে নিয়েই। ২০১০ সালে ফিফার ভোটে প্রায় ২৫ লাখ মানুষের দেশ কাতার ২০২২ সালে বিশ্বকাপের আয়োজক নির্বাচিত হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর