রবিবার, ২৬ মে, ২০১৯ ০০:০০ টা

চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন মিরাজ

ক্রীড়া প্রতিবেদক, কার্ডিফ থেকে

চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন মিরাজ

আয়ারল্যান্ড সফর থেকেই বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতি

মিশন শুরু হয়ে গেছে। তবে আজ বিশ্বকাপের প্রথম ওয়ার্মআপ ম্যাচ খেলতে নামছেন মাশরাফিরা। প্রতিপক্ষ পাকিস্তান। আগের ম্যাচে যারা হেরে গেছে আফগানিস্তানের বিরুদ্ধে।

বাংলাদেশ খেলতে নামছে এমন এক ভেন্যুতে, যে

কার্ডিফে আগে কখনো হারেনি টাইগাররা। কার্ডিফের এই সোফিয়া গার্ডেনে ২০০৫ সালে প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়াকে

হারায় বাংলাদেশ। সে ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছিলেন মোহাম্মদ আশরাফুল। তারপর ২০১৭ সালে আইসিসি

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দারুণ জয় পায় মাশরাফিরা। রেকর্ডের ভেন্যু সেই কার্ডিফ থেকেই প্রস্তুতি মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। গতকাল শেষ বিকালে সোফিয়া গার্ডেনে অনুশীলনও করেছেন টাইগাররা। অনুশীলনের ফাঁকে মিডিয়ার সঙ্গে কথা বলেছেন অলরাউন্ডার মেহেদী হাসান

মিরাজ। তিনি বলেন, ‘বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ আছে দুটি ম্যাচই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায়, এমন বড় টুর্নামেন্টে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই দুটি ম্যাচ চলে যায়। যদি আমরা প্রস্তুতি ম্যাচ দুটি থেকেই এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারি সেটা খুবই গুরুত্বপূর্ণ।’ ইংলিশ কন্ডিশন স্পিনারদের জন্য কতটা

চ্যালেঞ্জ? মিরাজ বলেন, ‘স্পিনারদের ভালো করা খুবই কঠিন। আমাদের কাজ থাকে মেইন বোলারদের সাপোর্ট করা। সেই কাজটাই করব। চেষ্টা করব যতটা রান কম দেওয়া। এমন টুর্নামেন্টে চ্যালেঞ্জ সব সময় থাকে। তা ছাড়া চ্যালেঞ্জ নিতেও আমি পছন্দ করি। আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’

সর্বশেষ খবর