রবিবার, ২৬ মে, ২০১৯ ০০:০০ টা

মেসির অন্যরকম হ্যাটট্রিক

ক্রীড়া ডেস্ক

মেসির অন্যরকম হ্যাটট্রিক

ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ে গত মৌসুমেই রেকর্ড গড়েছিলেন লিওনেল মেসি। লা লিগায় এবারের মৌসুমে সর্বোচ্চ ৩৬ গোল করে আরও একবার (ষষ্ঠ) ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন। পাশাপাশি দারুণ একটা রেকর্ডও গড়লেন আর্জেন্টাইন জাদুকর। টানা তিনবার এই পুরস্কার জিতে অন্যরকম এক হ্যাটট্রিক করলেন। আগের দুই মৌসুমেও মেসিই জিতেছিলেন পুরস্কারটা। ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ে মেসির পরই আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ২০০৭/০৮, ২০১০/১১, ২০১৩/১৪ ও ২০১৪/১৫ মৌসুমে ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন। মেসি আর রোনালদো ছাড়া ইউরোপিয়ান গোল্ডেন বুট দুবারের বেশি কেউই জিততে পারেননি। দুবার করে এই পুরস্কার জিতেছেন ইউসেবিও, গার্ড মুলার, ডুডু জজেস্কু, ফার্নান্দো গোমেজ, অ্যালি ম্যাককয়েস্ট, মারিও জারডেল, থিয়েরি অঁরি, দিয়েগো ফোরলান এবং লুইস সুয়ারেজ। ইউরোপিয়ান গোল্ডেন বুট ১৯৬৭-৬৮ মৌসুম থেকে দেওয়া শুরু করে উয়েফা কর্তৃপক্ষ। ইউরোপিয়ান লিগগুলোর মধ্যে গোল করে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারীই এই পুরস্কার জিতেন। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে (স্পেন, ইংল্যান্ড, জার্মানি, ইতালি ও ফ্রান্স) এক গোলের জন্য ২ পয়েন্ট করে পাওয়া যায়। অন্যান্য লিগগুলোতে এক গোলের জন্য দেড় পয়েন্ট কিংবা ১ পয়েন্ট পাওয়া যায়।

 

সর্বশেষ খবর