সোমবার, ২৭ মে, ২০১৯ ০০:০০ টা
দেশের ফুটবল

ড্র করলেই সন্তুষ্ট কোচ জেমি

ড্র করলেই সন্তুষ্ট কোচ জেমি

২ জুন শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ ক্রিকেটের মিশন। ৬ জুন আবার ফুটবলের। যদিও প্রাক-বাছাই পর্বের লড়াই। তবু এটি বিশ্বকাপেরই অংশ। ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্ব। স্বাগতিক কাতার ছাড়া চূড়ান্ত পর্বে খেলতে হলে ৩১টি দেশকে বাছাই পর্ব খেলতে হবে। বাংলাদেশ প্রাক-বাছাই পর্বে পাড়ি দিতে পারলে পরবর্তী রাউন্ডে যাবে। প্রতিপক্ষ লাওস, ২ জুন অ্যাওয়ে ও ১১ জুন ঢাকায় দুই দেশ ফিরতি ম্যাচে মুখোমুখি হচ্ছে। কোচ জেমি ডে চাচ্ছেন লাওসকে হারিয়ে পরবর্তী রাউন্ডে উঠতে।

কোচের লক্ষ্য দুটি ম্যাচেই জয়। এক ম্যাচ হারলেই বিদায় ঘণ্টা বেজে যাওয়ার শঙ্কা রয়েছে। তাই জয় না আসুক লাওসের মাটিতে প্রথম ম্যাচটি অন্তত ড্র করতে চান জেমি। তখন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জয় পেলেই চলবে। জেমি বলেন, খেলোয়াড়রা মাঠেই ছিল। তাই দুটো ম্যাচই জেতার আশা রাখি। তবে প্রথমটা যদি জিততে না পারি। অন্তত ড্র চাই। লাওসে যাওয়ার আগে থাইল্যান্ডে বাংলাদেশ দুটি প্রীতিম্যাচ খেলবে।

সর্বশেষ খবর