সোমবার, ২৭ মে, ২০১৯ ০০:০০ টা
দেশের ফুটবল

বার বার বিরতিতে লিগে ছন্দপতন

বার বার বিরতিতে লিগে ছন্দপতন

বার বার ব্যাঘাত ঘটছে পেশাদার ফুটবল লিগে। যতই সময় নিচ্ছে ততই ক্লাব কর্মকর্তাদের কপাল চিন্তার ভাঁজ পড়ছে। না হয়ে উপায়ও নেই। কেননা দলে বিদেশি ফুটবলারদের সঙ্গে চুক্তি করা হয়েছে একটা নিদিষ্ট সময় জন্য। চুক্তির সময় অনুযায়ী তারা থাকতে চাচ্ছেন না। সময় পার হয়ে গেলে দেশে ফিরে যাওয়ার চিন্তা ভাবনা করছেন। এ নিয়ে সমস্যায় পড়েছে মূলত বিগ বাজেটে গড়া দলগুলো। তারা বড় অঙ্কের অর্থে চুক্তি করেছে বিদেশি ফুটবলারদের সঙ্গে। চুক্তি নির্দিষ্ট সময়ে অর্থ পরিশোধ ও সময়ে কথা উল্লেখ করা আছে। লিগ যেভাবে বন্ধ হচ্ছে তাতে বিরক্ত কর্মকর্তারা। ২৩ মে ১৫তম রাউন্ড শেষ হয়েছে। ১৬তম রাউন্ড শুরু হবে লম্বা বিরতিতে ১৫ জুন থেকে। ১৭ জুনের পর আবার ১০ দিনের বিরতি। যদিও বিভিন্ন কারণে লিগ কমিটি খেলা বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। বার বার বিরতিতে খেলার ছন্দপতন ঘটে। তেমনিভাবে ক্যাম্প চালাতে ক্লাবগুলোর বাড়তি খরচ করতে হয়। বিশেষ করে চুক্তির সময় পার হয়ে গেলে বিদেশি ফুটবলাররা থাকতে চান না। যারা থাকবেন তারা আবার নতুন চুক্তি ও পারিশ্রমিক বৃদ্ধি করতে বলেন।

সর্বশেষ খবর