বুধবার, ২৯ মে, ২০১৯ ০০:০০ টা

ওভাল ছেয়ে থাকবে লাল-সবুজের পতাকায়

ক্রীড়া ডেস্ক

নিজেদের দেশ নয়। তবু গ্যালারিতে বাংলাদেশের ক্রিকেটের সমর্থকদের ভরপুর থাকবে। আগামীকাল বিশ্বকাপের পর্দা উঠছে। ২ জুন বাংলাদেশের প্রথম ম্যাচ। ওভালে প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। এই ভেন্যুর আসন সংখ্যা ২৮ হাজার। অথচ সেদিন গ্যালারি জুড়ে থাকবে বাংলাদেশের সমর্থকরা। প্রায় ২০ হাজার বাংলাদেশের সমর্থক ম্যাচ দেখতে টিকিট কেটেছে। শুধু টাইগারদের প্রথম ম্যাচ নয়। ইংল্যান্ড, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচের সব টিকিট শেষ।

ইংল্যান্ডে বিপুলসংখ্যাক বাংলাদেশির বসবাস। তাই দেশের টানে ম্যাচে উপস্থিত থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু সব টিকিট শেষ হয়ে যাবে ভাবাই যায় না। সাম্প্রতিক সময় টাইগারদের পারফরম্যান্স এই আগ্রহকে আরও বাড়িয়ে দিয়েছে। ৮ জুন ইংল্যান্ড, ১১ জুন শ্রীলঙ্কা, ২ জুলাই ভারত ও ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এসব ম্যাচে গ্যালারিতে উপচে পড়া দর্শকের সমাগম ঘটবে। ইংল্যান্ড বনাম বাংলাদেশ ও ভারত-আফগানিস্তান ম্যাচের টিকিটের দাম সবচেয়ে কম ৪০ পাউন্ড করে। তবে এ দুই দলের বাকি ম্যাচগুলোর সর্বনিম্ন মূল্য ৫৫ পাউন্ড। বড় ম্যাচে সর্বনিম্ন মূল্যই বেড়ে দাঁড়াচ্ছে ৭০ পাউন্ড। বেশির ভাগ ম্যাচের অধিকাংশ টিকিটের মূল্য ১০০ পাউন্ড।

সর্বশেষ খবর