বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯ ০০:০০ টা

বিশ্ব দেখবে উন্ডিজের জাদু

ক্রীড়া প্রতিবেদক, লন্ডন থেকে

এবারের বিশ্বকাপে নাকি ৫০০ রানও হতে পারে, এমন সম্ভাবনা অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। ইংল্যান্ডের উইকেটগুলো রীতিমতো ব্যাটিং স্বর্গ। একদিন আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেই তো ব্রিস্টলে ৪২১ করেছে ওয়েস্ট ইন্ডিজ। মজার বিষয় হচ্ছে, এত বড় স্কোরে কিন্তু সেঞ্চুরি মাত্র একটি আর হাফ সেঞ্চুরি দুটি। সবার সম্মিলিত প্রয়াসেই রানের পাহাড় গড়েছিল উইন্ডিজরা। দলের একমাত্র সেঞ্চুরিয়ান শাই হোপ মনে করেন, এবারের বিশ্বকাপে জাদু দেখাবে ওয়েস্ট ইন্ডিজ। তাদের যেসব সুপার পাওয়ার ব্যাটসম্যান আছে তা অন্য দলে নেই। ফর্মের  তুঙ্গে রয়েছেন ওপেনার ক্রিস গেইল। এভিন লুইস  তো এ ম্যাচে ফিফটিই করেছেন। এছাড়া আন্দ্রে রাসেল, হেটমায়ার, হোল্ডার, ব্রাভো, পুরানু -কেউ কারও থেকে কম যান না। এমন

একটি দল নিয়েই বিশ্বকাপ খেলতে নামছে ক্যারিবীয়রা। ৯১ রানের দুর্দান্ত জয়ে তাদের প্রস্তুতিটাও হয়েছে দারুণ। শাই হোপের বলেন, ‘বিশ্বকাপে আমাদের প্রথম টার্গেট থাকবে বেশ কিছু পয়েন্ট সংগ্রহ করা। তবে এই  আসরে যদি কোনো দল ৫০০ করতে পারেন সেটা হবে বিশাল কিছু।’

সর্বশেষ খবর