বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯ ০০:০০ টা

টাইগাররা এখন লন্ডনে

ক্রীড়া প্রতিবেদক, লন্ডন থেকে

বাংলাদেশের প্রথম ম্যাচ লন্ডনের ওভাল স্টেডিয়ামে। ২ জুন বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। গতকালই কার্ডিফ থেকে লন্ডনে ফিরেছেন মাশরাফিরা। স্থানীয় সময় সকাল ১১ টায় (বাংলাদেশ সময় বিকাল ৫টা) রওনা দিয়েছিল বাংলাদেশ দল। লন্ডনে পৌঁছে বিশ্বকাপের উদ্বোধনী পার্টিতে যোগ দেওয়ার কথা অধিনায়ক মাশরাফির। বিশ্বকাপের সংক্ষিপ্ত এই পার্টি শুরু হওয়ার কথা বাংলাদেশ রাত ৯টায়। এর আগে রাণী নিমন্ত্রণে বাকিংহাম প্যালেসেও যাওয়ার সিডিউল আছে বিশ্বকাপে অংশ নেওয়া ১০ দলের অধিনায়কের। একদিন আগেই কার্ডিফে ভারতের বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচে বাজেভাবে হেরে যায় বাংলাদেশ। স্পিনার এবং ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি মাশরাফিরা। তবে পেসারদের অনুশীলনটা ভালোই হয়েছে। শুরুতে ভারতীয় ব্যাটসম্যানদের বিপাকেই ফেলে দিয়েছিলেন কিন্তু স্পিনাররা সেই ছন্দটা ধরে রাখতে পারেননি। শেষ পর্যন্ত ৩৫৯ রানের পাহাড় গড়েছিল কোহলির দল। তবে ব্যাটিংয়েও শুরুটা ভালোই হয়েছিল। লিটন দাস ও মুশফিকুর রহিমের জুটিটা ভালোই ছিল। কিন্তু এরপরই যেন বালির বাঁধের মতো ভেঙে পড়ে টাইগারদের ইনিংস। প্রস্তুতি ম্যাচে হারের দুঃস্মৃতি নিয়েই লন্ডনে ফিরল বাংলাদেশ দল। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর