বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯ ০০:০০ টা

ইনজামামের বিদায় ঘণ্টা

ক্রীড়া ডেস্ক

পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক ইনজামাম-উল হকের মেয়াদ শেষ হতে চলেছে। আগামী জুলাই মাসে তার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে রাখতে আগ্রহী নয়। এমনকি পাকিস্তান যদি এবার বিশ্বকাপও জয় করে ইনজামামকে রাখবে না। কোনো অবস্থায় তার সঙ্গে চুক্তি মেয়াদ বাড়াবে না। বিশ্বকাপের আগে পিসিবি কেন এমন সিদ্ধান্ত নিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। কেননা দলকে সুসংগঠিত করার পেছনে ইনজামামের  অবদান কম নয়। অনেক ক্রিকেটারই তাকে পছন্দ করেন। এতে করে মাঠে পারফরম্যান্সে ব্যাঘাত ঘটতে পারে। তবে পাকিস্তানের সাবেক এক অধিনায়ক বলছেন পুরো বিষয়টি হস্তক্ষেপ করছেন প্রধানমন্ত্রী ইমরান খান। তাই ইচ্ছা থাকলে পিসিবি ইনজামামকে রাখতে পারবে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর