রবিবার, ২ জুন, ২০১৯ ০০:০০ টা

গেইল যেখানে সবার সেরা

ক্রীড়া ডেস্ক

গেইল যেখানে সবার সেরা

রেকর্ডটা এতদিন দুজনের ছিল। দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স এবং ক্রিস গেইল। বিশ্বকাপে ছক্কা হাঁকানোর দিক থেকে এবার গেইল ছাড়িয়ে গেলেন ভিলিয়ার্সকে। শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ৫০ রানের ইনিংসে ৩টি ছক্কা মেরেছেন গেইল। এর ফলে ২৭ ম্যাচে বিশ্বকাপে ৪০টি ছক্কা হাঁকালেন ক্যারিবীয় ঝড়। ভিলিয়ার্স বিশ্বকাপে ২৩ ম্যাচে ছক্কা মেরেছেন ৩৭টি। ভিলিয়ার্সের রেকর্ডটা দ্রুত ভেঙে গেলেও গেইলেরটা টিকে থাকতে পারে দীর্ঘদিন! বিশ্বকাপে ছক্কা হাঁকানোর দিক থেকে তিনে আছেন রিকি পন্টিং (৪৬ ম্যাচে ৩১ ছক্কা)।

এই তালিকায় সেরা দশে আছেন ব্রেন্ডন ম্যাককালাম (২৯টি), হার্শেল গিবস (২৮টি), সনাৎ জয়সুরিয়া (২৭টি), শচীন টেন্ডুলকার (২৭টি), সৌরভ গাঙ্গুলি (২৫টি), ম্যাথু হেইডেন (২৩টি) এবং ভিভ রিচার্ডস (২২টি)। বর্তমান ক্রিকেটারদের  কেউই নেই সেরা দশে। ক্রিস গেইলের রেকর্ডটা বহুদিন টিকবে বলেই মনে হয়!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর