সোমবার, ৩ জুন, ২০১৯ ০০:০০ টা

সাকিব-মুশফিকের রেকর্ড জুটি

আসিফ ইকবাল

সাকিব-মুশফিকের রেকর্ড জুটি

বিশ্বকাপে প্রথম ম্যাচ বাংলাদেশের। শুরুতে ব্যাটিংয়ে চমক দেখিয়েছে টাইগাররা। ওভালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাকিব ও মুশফিকের হাফ সেঞ্চুরির বদৌলতে গড়ে রানের পাহাড়। প্রতিপক্ষকে ২১ রানে হারিয়ে শুভ সূচনা করে টাইগাররা -এএফপি

বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত প্রতীক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। দেশসেরা দুই ক্রিকেটার ব্যক্তিগত পারফরম্যান্সের আলোয় ক্রিকেটপাগল দেশকে উপহার দিয়েছেন বহু জয়। জুটি বেঁধেও উপহার দিয়েছেন জয়। দুই ক্রিকেটার টাইগারদের সাফল্যের আশা-ভরসা প্রতীক। বাংলাদেশ এবার যে আকাশছোঁয়া স্বপ্ন নিয়ে ইংল্যান্ডে পাড়ি দিয়েছে, তার অন্যতম কান্ডারী এই দুই তারকা। গতকাল ওভালে আকাশসম চাপে দুই ব্যাটিং জিনিয়াস ১৪২ রানে যে জুটি গড়েছেন, সেটা বিশ্বকাপ ক্রিকেটে যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। দুই তারকার রেকর্ড গড়া জুটিতেই প্রোটিয়াসদের বিপক্ষে সংগ্রহ ৬ উইকেটে ৩৩০। শুধু বিশ্বকাপ নয়, যে কোনো দলের বিপক্ষে এটা সর্বোচ্চ স্কোর। বিশ্বকাপের যাওয়ার আগে অফিশিয়াল ফটোসেসনে অংশ নেননি বিশ্বসেরা অলরাউন্ডার। সমালোচনায় এফোঁড়-ওফোঁড় হয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। সমালোচনা করলেও তার দায়িত্ববোধ নিয়ে কোনো প্রশ্ন উঠেনি। তিনি যে দেশকে শতভাগ উপহার দিতে প্রস্তুত সব সময়, গতকাল ৭৫ রানের চোখধাঁধানো ইনিংস খেলে তার প্রমাণ দেন। ৮৪ বলের ইনিংসটিতে একটি ছক্কা ছাড়াও ছিল ৮টি বাউন্ডারি। টাইগার সহ অধিনায়ক ব্যাটিং করতে নামেন তামিম ইকবালের বিদায়ের পর। ইমরান তাহিরের গুগলিতে বোল্ড হওয়ার আগে ১৯৯ ওয়ানডে ক্যারিয়ারের ৪৩ নম্বর হাফসেঞ্চুরি তুলে নেন সাকিব। সব মিলিয়ে টেস্ট, ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে ১১ হাজার রান করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। টেস্টে ৩৮০৭, ওয়ানডেতে ৫৭৯২ ও টি-২০ ক্রিকেটে ১৪৭১ রান করেন। মুশফিক ব্যাটিংয়ে আসেন সৌম্য সরকারের আউটের পর। দলীয় ২৫০ রানে সাজঘরে ফেরত আসার আগে নামের পাশে লিখে নেন ৭৮ রানের আলো ঝলমলে ইনিংস। ৮০ বলের ইনিংসটিতে ছিল ৮টি বাউন্ডার। ৭৫ রানে ২ উইকেট পতনের পর জুটি বাঁধেন সাকিব ও মুশফিক। তৃতীয় উইকেট জুটিতে দুজনে ১৪১ বলে ১৪২ রান করেন। যা বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ জুটি। চার বছর আগে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয়ের ম্যাচে পঞ্চম উইকেট জুটিতে ১৪১ রানের জুটি গড়েছিলেন মাহমুদুল্লাহ ও মুশফিক। একই আসরে নেলসনে স্কটল্যান্ডের তিনশোর্ধ্ব টার্গেট তাড়া করার ম্যাচে দ্বিতীয় উইকেট জুটিতে ১৩৯ রানের জুটি গড়েছিলেন তামিম ও মাহমুদুল্লাহ। একই আসরে ক্যানবেরায় আফগানিস্তানের বিপক্ষে জয়ের ম্যাচে ১১৪ রানের জুটি গড়েছিলেন সাকিব-মুশফিক।

 

বিশ্বকাপে বাংলাদেশের শতরানের জুটি

রান              জুটি                                       প্রতিপক্ষ

১৪২     সাকিব-মুশফিক (তৃতীয় উইকেট)          দক্ষিণ আফ্রিকা, ২০১৯

১৪১      মাহমুদুল্লাহ-মুশফিক (পঞ্চম উইকেট)      ইংল্যান্ড, ২০১৫

১৩৯     তামিম-মাহমুদুল্লাহ (দ্বিতীয় উইকেট)       স্কটল্যান্ড, ২০১৫

১১৪      সাকিব-মুশফিক (পঞ্চম উইকেট)          আফগানিস্তান. ২০১৫

সর্বশেষ খবর